নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক উজ্জীবিত বাংলাদেশ-এর বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয় ও ফটো সাংবাদিক হাবিব খন্দকার। রোববার (৪ মে) বেলা তিনটার দিকে ফতুল্লার মাসদাইর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, মাসদাইর শ্মশানের সামনে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে নির্মিত “প্রতিরোধ স্তম্ভ” দখল করে দীর্ঘদিন ধরে একটি চক্র ইট-বালু-পাথরের ব্যবসা চালিয়ে আসছে। এই অবৈধ দখল ও ব্যবসার বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিকরা।
আহত মিলন বিশ্বাস হৃদয় জানান, “প্রতিরোধ স্তম্ভ ঘিরে কারা ব্যবসা করছে তা জানার জন্য আমরা সেখানে যাই। ছবি তোলার পর স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় হঠাৎ সালাউদ্দিন, জাকির হোসেন ও আরও ৫-৬ জন এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। পরিচয় দেওয়ার পরও তারা হামলা থামায়নি। আমাদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে এবং আমাদের একটি দোকানে আটকে রাখে।”পরে সহকর্মীরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
হামলার নেতৃত্বদানকারী সালাউদ্দিনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন সাংবাদিকরা। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া এই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করেছেন। এবং সাথে সাথে হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেছেন। আজ সোমবার ৫ ই মে মানবিক জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়ার নির্দেশে এন ডি সি মোহাম্মদ তামশিদ ইরাম খান ও নাজির মোঃ কামরুল ইসলাম ৩০০ সজ্জা হাসপাতাল খানপুর মিলন বিশ্বাস হৃদয় কে দেখতে যান এবং খোঁজ খবর নেন। সাংবাদিকের ওপর আক্রমণকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক এবং খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।যাতে আর কোন দিন কোন সাংবাদিকের উপর কোন সন্ত্রাসীরা হামলা করতে না পারে।
জেলা প্রশাসন সব সময় সাংবাদিকদের পাশে থাকবে বলে জানান।
Leave a Reply