বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) চাষাঢ়া শহীদ মিনারে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা সমাবেশে প্রধান অতিথি ও বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং কল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্বারোপ করেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ। তিনি শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং ন্যায্য মজুরি আদায়ের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “শ্রমিকদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকরা আল্লাহর বন্ধু।”
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক ও সামাজিক ভূমিকা রাখার অঙ্গীকার করেন। তিনি বলেন, “আগামীর বাংলাদেশ হবে শ্রমিকদের বাংলাদেশ। কোনো জুলুমবাজ বা ফ্যাসিস্টের সেখানে জায়গা হবে না। জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদাবাজি নয়, আমাদের আয় সম্পূর্ণ কাজের মাধ্যমে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন। তিনি বর্তমান সরকারের শ্রমিক বান্ধব পদক্ষেপের প্রশংসা করেন এবং জানান, সঠিকভাবে বাস্তবায়িত হলে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় দেশ অনেকদূর এগোবে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারী ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগরী ওলামা বিভাগ সেক্রেটারি সাইফুদ্দিন মনির, কর্মপরিষদ সদস্য ফরিদ উদ্দিন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের নারায়ণগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট মাঈনুদ্দিন মিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নারায়ণগঞ্জ মহানগরীর সহসভাপতি মুন্সি আব্দুল্লাহ মুহাম্মদ ফাইসুল, মহানগরীর সহকারী সাধারণ সম্পাদক অ্যাড. সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম শিকদার, ট্রেড ইউনিয়ন সম্পাদক এরশাদ খান, নারায়ণগঞ্জ জজকোর্টের এপিপি অ্যাড. আক্তার হোসাইনসহ স্থানীয় শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা শ্রমিকদের প্রতি শোষণ ও বঞ্চনা বন্ধ করার আহ্বান জানিয়ে ফেডারেশনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন।
সমাবেশের সভাপতিত্ব করেন মহানগর সভাপতি হাফেজ আব্দুল মোমিন এবং সভার সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন মুন্না। আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়া জানিয়ে আয়োজকরা ধন্যবাদ জানান।
Leave a Reply