শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মাসুদুজ্জামানের নির্বাচনী জনসভায় সদর থানা যুবদলের রিয়াদ ও আপনের নেতৃত্বে বিশাল মিছিল  চাষাড়ায় অপ্পো ফ্লাগশিপ স্টোর উদ্বোধন  অসুস্থ বিএনপি নেতা হেলালউদ্দিনের পাশে গিয়াসউদ্দিন  নারায়ণগঞ্জের ৪ টি আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ঘোষণা এনসিপির নেতা তনু’র মায়ের ইন্তেকাল  শহরে অপ্পো মোবাইল ফোনের শোরুম উদ্বোধনে নগরবাসীর তীব্র ভোগান্তি  বিদায়ী পুলিশ সুপার জসিম উদ্দিন’কে সংবর্ধনা সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৬ টি ভবন ঝুকিপূর্ণ ঘোষণা মাসুদ ভাই এই আসনসহ পুরো শহরকে মডেল নারায়ণগঞ্জে রূপান্তর করবেন: আজাদ ফতুল্লায় সংঘবদ্ধ চক্রের হামলা–লুট: তদন্তে নেমেছে পুলিশ

শেষ বলের নাটকীয়তায় শ্রীলঙ্কার জয়

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
শেষ দুই ওভারে দরকার ২৬ রান। শ্রীলঙ্কার সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এটি নেওয়া কঠিনই বটে। তবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শেষ বলের নাটকীয়তায় থ্রিলার ম্যাচটি জিতে নিয়েছে লঙ্কানরাই।

১৯তম ওভারে ১২ রান নেওয়ার সুবাদে শেষ ওভারে লঙ্কানদের প্রয়োজন ১৪ রান। স্ট্রাইকে তখন তিন বছর পর দলে ফেলা অ্যাঞ্জেলো ম্যাথিউজ। যে কারণে ম্যাচ জেতা নিয়ে কিছুটা শঙ্কায় পড়ে গিয়েছিল স্বাগতিকরা। যদিও তখন ম্যাথিউজ পিচে সেট হয়েই ব্যাট করছেন। দলের কঠিন সময়ে নিজের অভিজ্ঞতার প্রমাণই দিলেন তিনি। মুজারাবানির প্রথম দুই বলে দুটি বাউন্ডারি হাঁকালেন এই ডানহাতি ব্যাটার।

তবে তৃতীয় বল থেকে কোনো রান বের করতে পারলেন না ম্যাথিউজ। পরের বলে মাসাকাজার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরেই ফিরলেন তিনি। ফলে আবার খাদের কিনারায় লঙ্কানরা। শেষ দুই বলে লঙ্কানদের দরকার ৬ রান।

ওভারের পঞ্চম বলে চার হাঁকালেন দুশমন্হ চামিরা। শেষ বলে দরকার ২ রান। আকাশে ভাসিয়ে মারলেন চামিরা। তবে নিরাপদ ভাবেই মিডউইকেট অঞ্চলে গিয়ে পড়লো বলটি। ততক্ষণে দুইবারের জন্য প্রান্ত বদল করলেন চামিরা ও দাসুন শানাকা। ফলে সিরিজে ১-০ তে এগিয়ে গেল শ্রীলঙ্কা।

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৩ রান করে জিম্বাবুয়ে। সফরকারীদের হয়ে এই ম্যাচে সর্বোচ্চ ৪২ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলেেছেন অধিনায়ক সিকান্দার রাজা। এছাড়া ওপেনার তিনাসে কামুনহুকায়ে করেছেন ১৮ বলে ২৬ রান।

জবাবে ব্যাট করতে নেমে ৮৩ রানেই ৬ উইকেট হারায় লঙ্কানরা। এরপর দাসুন শানাকা ও ম্যাথিউজের ৫০ রানের জুটিতে জয়ের পথে এগিয়ে যায় তারা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৩৮ বলে ৪৬ রানের ইনিংস খেলেন ম্যাথিউজ। এছাড়া ১৮ বলে ২৬ রান করেছেন শানাকা। অবশেষে শেষ বলের নাটকীয়তায় ৩ উইকেটে জয় পায় শ্রীলঙ্কা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।