শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
হাদির মতো যদি আমিও দলের জন্য শহীদ হতাম: এটিএম কামাল  জনতার অনুরোধে সিদ্ধান্ত পরিবর্তন করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন মাসুদুজ্জামান  ডেভিল হান্ট’র তৃতীয় দিনের অভিযানে নারায়ণগঞ্জে ১৫ জন গ্রেপ্তার  বন্দরে স্ত্রীকে পেট্রোল  ঢেলে হত্যা চেষ্টা,স্বামী আটক পথ আটকিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে ওসমান পরিবারের গ্রেপ্তার দাবি মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি রবিউল গ্রেপ্তার  আড়াইহাজারে আওয়ামীলীগের সাবেক চেয়ারম্যান আজিজুর মোল্লা গ্রেপ্তার  নারায়ণগঞ্জে যিনি নির্বাচন করবেন না, সেটা তার ব্যক্তিগত ইচ্ছা: স্বরাষ্ট্র উপদেষ্টা ডেভিল হান্ট অভিযানে নারায়ণগঞ্জে ১৯ জন গ্রেপ্তার  সাতখুনের আসামি নুর হোসেনের ভাই সেলিমকে গ্রেপ্তার 

রাজশাহীতে ট্রাফিক সার্জেন্ট পিটানো সেই বেলাল গ্রেফতার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

রাজশাহীতে ট্রাফিক পুলিশের সার্জেন্টের ওপর হামলাকারী বেলাল হোসেনকে (২৬) গ্রেফতার করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ১টার দিকে নাটোর মাদরাসা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলাল বাসে চড়ে পালাচ্ছিলেন। আরএমপির রাজপাড়া থানা পুলিশসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা তথ্য-প্রযুক্তির সহায়তায় একযোগে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।

গ্রেফতার বেলালের বাড়ি নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায়। তার বাবার নাম শামসুল হক।

গত মঙ্গলবার নগরীর বিলশিমলা ঐতিহ্য চত্বরে বিপুল কিশোর নামে এক ট্রাফিক সার্জেন্ট দায়িত্ব পালন করছিলেন। বেলাল ওই সময় হেলমেট ছাড়া একটি মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। সার্জেন্ট বিপুল তার মোটরসাইকেলের কাগজ দেখতে চান। একইসঙ্গে হেলমেট না থাকার কারণে তিনি মামলা লিখতে শুরু করেন।

এ সময় সার্জেন্টের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান বেলাল। হঠাৎ পার্শ্ববর্তী ফার্নিচারের দোকান থেকে চেলাকাঠ নিয়ে এসে তার ওপর হামলা করেন। এতে সার্জেন্ট বিপুল গুরুতর আহত হন।

এ নিয়ে মঙ্গলবার রাতেই নগরীর রাজপাড়া থানায় বেলালকে একমাত্র আসামি করে একটি মামলা হয়। সার্জেন্ট বিপুল নিজেই মামলার বাদী

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।