রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে থেমে থাকা কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১ বাবা এমপি হলেই ছেলে চাঁদাবাজির কর্তা হয়: তরিকুল সুজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার কাছে মানুষের অনেক প্রত্যাশা: মোহাম্মদ আলী নির্বাচিত হলে ভবিষ্যৎ নিয়ে আমার অনেক পরিকল্পনা রয়েছে: মাকসুদ হোসেন এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় কাজ করে যেতে চাই: কালাম নারায়ণগঞ্জ-০৫ আসনে এনসিপির গণভোটের প্রার্থী (এম্বাসাডর) মনোনীত হলেন নিরব রায়হান নাগরিকদের জন্য সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য: আল আমিন বিভিন্ন প্রার্থীর লোকজন হুমকি-ধমকি দেওয়া শুরু করেছে: শাহ আলম সিদ্ধিরগঞ্জে গভীর রাতে টিনশেড মার্কেটে অগ্নিকাণ্ড, ৫ দোকান ছাই আমাদের নেতাকর্মীদের ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে: গিয়াসউদ্দিন

মুক্তিযোদ্ধা হিসেবে আমার কাছে মানুষের অনেক প্রত্যাশা: মোহাম্মদ আলী

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সংসদ সদস্য নির্বাচিত হলে প্রতি ইউনিয়নে বালিকা বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে রিপাবলিকান পার্টির প্রার্থী ও দলটির চেয়ারম্যান মোহাম্মদ আলী।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার ইউনাইটেড ক্লাবে স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় এ প্রতিশ্রুতি দেন তিনি।

এর আগে স্থানীয় তরুণ, নারী ও বয়োবৃদ্ধরা তাদের প্রত্যাশা ও স্থানীয় সংকটের কথা তুলে ধরেন।

স্থানীয়রা মোহাম্মদ আলীর কাছে শিল্পাঞ্চল ফতুল্লার অবকাঠামোগত উন্নয়ন, মাদক ও সন্ত্রাস দূর করতে কার্যকরি উদ্যোগ গ্রহণের দাবি তুলে ধরেন।

মোহাম্মদ আলী তার বক্তব্যে বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা হিসেবে আমার কাছে মানুষের অনেক প্রত্যাশা। এলাকার জনগণের কাছেও আমার প্রত্যাশা আছে। আমি ডিএনডির জলাবদ্ধতাসহ সকল সমস্যার কথা জানি। আমাকে সংসদ সদস্য বানালে এসব সমস্যা সমাধান আমার পক্ষে সহজ হবে।”

এ সময় তিনি ফতুল্লা অঞ্চলের প্রতিটি ইউনিয়নে বালিকা বিদ্যালয় ও ৫০ শয্যার স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দেন।

প্রয়োজনে সরকারি সহযোগিতা ছাড়াই ব্যক্তিগত উদ্যোগে এ প্রতিশ্রুতি রক্ষা করবেন বলেও জানান।

১৯৯৬ সালে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ডের আহ্বায়ক আলী এবার হাতি প্রতীকে লড়ছেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।