বৃহস্পতিবার, ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মহানগর শ্রমিকদলের নেতা এস এম আসলাম আটক র‌্যাব-১১ এর অভিযানে ২২ কেজি গাঁজা ৩ নারীসহ চারজন মাদক কারবারি আটক  রাজধানীতে বিএনপির বিজয় র‍্যালিতে আনিস শিকদারের নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান মিছিলের চেষ্টাকালে আওয়ামীলীগ ও ছাত্রলীগের ১১ জন নেতাকর্মী আটক ঢাকার বিজয় র‌্যালিতে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে জেলা বিএনপির যোগদান নয়াপল্টনে বিজয় র‌্যালিতে হাজারো নেতাকর্মী নিয়ে গিয়াসউদ্দিনের যোগদান বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীতে মডেল মাসুদের তাক লাগানো বিজয় মিছিল দেশের প্রথম বর্ষপূর্তিতে জুলাই স্মৃতিস্তম্ভে মাসুদুজ্জামান মাসুদের পক্ষে শ্রদ্ধা নিবেদন বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতার মামলায় কামাল চেয়ারম্যান গ্রেফতার। ফ্যাসিবাদ পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপি বিজয় র‌্যালি 

মামুন মাহমুদের নেতৃত্বে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে বিজয় র‌্যালি করেছে জেলা বিএনপি

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালি করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে সিদ্ধিরগঞ্জ পুল থেকে বিজয়ী র‌্যালি নিয়ে পাইনাদী দশ তালা ভবনের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ হয়। এরপর সাইনবোর্ড এলাকা থেকে ভূঁইগড় এসবি গার্মেন্টসের সামনে সমাপ্ত হয়। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্ব সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপির ব্যানারে এ র‌্যালি অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “আজকের এই বিজয় র‌্যালিতে প্রমাণিত হয়, গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে যেভাবে বিএনপির নেতা-কর্মীরা আত্মত্যাগ করেছে, তেমনি জনগণ বিএনপির পাশে দাঁড়িয়ে সেই আত্মত্যাগকে স্মরণ করছে। এই বিজয় র‌্যালি প্রমাণ করে, জনমানুষ যখন ঐক্যবদ্ধ হয় ফ্যাসিবাদ তখন ফিরে আসতে পারে না। বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না।’’

তিনি আরও বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজকেও আমাদের লড়াই সংগ্রাম করতে হচ্ছে। কক্সবাজারে একটি ষড়যন্ত্রের মিটিং হয়েছে। আপনারা দেখবেন দেশের সব জায়গায় ষড়যন্ত্র হচ্ছে।’’

জেলার আহ্বায়ক বলেন, “আমরা বলে দিতে চাই, কোন ষড়যন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীরা মাথায় রাখে না। তারা তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে এইদেশে গণতন্ত্র বারবার ফিরে এনেছে এবং আগামী দিনেও ভোটের অধিকার আদায়ের মাধ্যমে বাংলাদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। ফ্যাসিবাদ দেশ থেকে চিরতরে বিতারিত করবে।’’

এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপি সভাপতি মো. শহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি মো. শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ আলম মানিক, সিদ্ধিরগঞ্জ ৬ নাম্বার বিএনপির সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।