বুধবার, ২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সমবেদনা জানানোর ভাষা নেই, তবু পাশে থাকার চেষ্টা করছি: মামুন মাহমুদ  বিএনপি কারও বিরুদ্ধে নয়, বরং সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায়: এড. সাখাওয়াত  ফতুল্লায় যুবলীগ নেতাকে বাথরুম থেকে আটক, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ জুলাই সনদ’ বাস্তবায়ন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে স্মারকলিপি পেশ জুলাই আন্দোলনের ইতিহাসকে কলঙ্কিত করবেন না: এড. টিপু ঢাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় যুবদল নেতা বাদশা খাঁন এর শোক স্বামী-স্ত্রীসহ অজ্ঞানপার্টির তিন সদস্যকে গ্রেপ্তার প্রকাশিত সংবাদের প্রতিবাদ উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা ডি এইচ বাবুল বিমান বিধ্বস্ত: হতাহতদের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট মসজিদে বিশেষ দোয়া

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মাসুকুল ইসলাম রাজীব

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব। সোমবার (২২ জুলাই) এক বিবৃতিতে তিনি এ গভীর শোক প্রকাশ করেন।

শোক বার্তায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেন, উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। যেসব শিক্ষার্থীরা সহ আরো অন্যান্যরা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি।

তিনি বলেন, আজকের ঘটনায় আমি বাকরুদ্ধ। সবচেয়ে দু:খের, যারা সকালবেলা হেসে খেলে স্কুলে গিয়েছিল, তারা আর ফিরল না।একজন মা সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিয়েছিলেন, ভেবেছিলেন দুপুরে ফিরে এসে একসাথে খাবে, হাসবে—সেই মা এখন হাসপাতালের সামনে কাঁদছেন। এই কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না, আমি গভীর শোক জানাই সেই সব পরিবারের প্রতি।

উল্লেখ্য, সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন কলেজ এরিয়ায় বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করেন। এই দুর্ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু সহ প্রায় ১৫০ জন আহত শিক্ষার্থীকে জাতীয় বার্ন ইউনিট সহ অন্যান্য হসপিটালে ভর্তি করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।