বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
শুরু হতে যাচ্ছে এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা ত্বকীর মতো শিশু বাচ্চাকে হত্যা করেছে, অনেক মায়ের বুক খালি করেছে তারা: গিয়াসউদ্দিন  ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করেছেন দক্ষিণ কোরিয়ার ২৫ সদস্যের প্রতিনিধিদল রূপগঞ্জে পোশাক শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মী হত্যার ঘটনায় এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড  নারায়ণগঞ্জের মানুষের আস্থা, বিশ্বাস এবং ভরসা এই কমিটির ওপর অনেকখানি বৃদ্ধি পেয়েছে: মামুন মাহমুদ  বিকেএমইএ নির্বাচনে অংশ নিতে ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা আলী রেজা রিপনের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ এর শোক গাজায় ইসরায়েলীদের নৃশংস গণহত্যার প্রতিবাদে মহানগরী জামায়াতের বিক্ষোভ  ক্ষমতায় থাকি কিংবা ক্ষমতার বাহিরে থাকি, এলাকার উন্নয়নে কাজ করতে চাই: গিয়াসউদ্দিন 

মহান স্বাধীনতা দিবসের আলোকসজ্জায় ও বিভিন্ন অনুষ্ঠানে  নারায়ণগঞ্জ সেরা ভূমিকা পালন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নারায়ণগঞ্জের সরকারি বেসরকারি অফিস ও মার্কেট গুলোতে আলোক সজ্জায় মানুষের মন কেড়ে নিয়েছে। এই আলোকসজ্জায় মানুষকে মনে করিয়ে দিচ্ছে মহান বিজয় দিবস ও স্বাধীনতার কথা এবং তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। স্বাধীনতা দিবস উপলক্ষে লাল সবুজের আলোতে আলোকসজ্জা নারায়ণগঞ্জ শহরে করে রঙে রাঙিয়ে তোলা হয়েছে।
এটা বাংলাদেশের সর্বসেরা আলোকসজ্জা মনে হচ্ছে। পুরো নারায়ণগঞ্জ শহরকে আলোকিত করে রেখেছে মানুষের মনে আনন্দের সঞ্চার হয়েছে এবং বীর মুক্তিযোদ্ধাদের কথা আনন্দচিত্তে স্মরণ করছে। নতুন প্রজন্মের কাছে আমাদের এই স্বাধীনতাকে স্মরণ রাখার জন্য এই আলোকসজ্জা বিশেষ ভূমিকা পালন করে আসছে। বীর মুক্তিযোদ্ধারা আমাদের একটি দেশ দান করেছেন নিজেদের জীবন উৎসর্গ করে। একটি লাল সবুজের পতাকা দিয়েছেন তাই লাল সবুজের আলোতে আলোকসজ্জা করা হয়েছে। তাদেরকে আমাদের বিভিন্ন উপায়ে স্মরণ করে ভবিষ্যৎ প্রজন্মকে জানিয়ে যেতে হবে মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা কাহিনী। এই প্রজন্মকে মহান বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের তাৎপর্য সম্পর্কে তুলে ধরতে হবে। সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস তাদেরকে জানাতে হবে। তাহলে তারা আবার ভবিষ্যৎ প্রজন্মকে জানাবে। শহীদ-মুক্তিযোদ্ধাদের স্মরনে মহান স্বাধীনতা দিবসে যথাযোগ্য মর্যাদার সাথে একাত্তরের রণাঙ্গণে বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণ করেছে নারাযণগঞ্জবাসী৷ দিনজুড়ে ছিল মুক্তিযুদ্ধের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, সরকারি-বেসরকারি উদ্যোগে আলোচনা সভা, দোয়ার আয়োজন৷

বুধবার (২৬ মার্চ) ভোরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করে জেলা প্রশাসন৷

পরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা চাষাঢ়ায় বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন৷

জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন পুলিশ বাহিনীর সদস্যরা৷

এরপর বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, নাগরিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে৷

সকালে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন৷ শ্রদ্ধা জানিয়েছে মহানগর বিএনপির নেতারাও৷

এছাড়া, জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী, সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, নারায়ণ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়৷

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।