মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আমরা অবশ্যই এলাকার লোক হিসেবে মাসুদকে পাস করিয়ে নিয়ে আসতে পারবো:মোহম্মদ আলী পুনরায় ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম ও সেক্রেটারি মোঃ মাসুম আমার ছেলে অ্যারো স্পেস ইঞ্জিনিয়ার, তার অয়ন ওসমান হওয়ার কোনো সম্ভাবনা নেই: বাবুল আমি রাজনীতিতে আসছি সেবা করতে, ব্যবসা করতে না: এমপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ  আমরা যদি নাগরিক হিসেবে সচেতন হই, তবেই এসব দুর্যোগ থেকে রক্ষা পেতে পারি: ডিসি র‍্যাব এবং জেলা প্রশাসনের যৌথ  অভিযানে খানপুর হাসপাতাল থেকে ১৫ জন দালালকে আটক সিদ্ধিরগঞ্জে ৩১০ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির টাকাসহ ২জন ব্যবসায়ী গ্রেপ্তার  শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: ডিসি রূপগঞ্জে শবনম ভিজিটেবল অয়েল মিলস কারখানায় ভয়াবহ আগুন এই শহর আমাদের সবার, তাই শহরটিকে পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব: খোরশেদ 

ভূইঘর রুপয়ন মসজিদে প্রবেশ করে খতিব ও মুসল্লীদের উপর বহিরাগত সন্ত্রাসীদের হামলা ; আহত ৩

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

নিজস্ব প্রতিনিধি- নারায়ণগঞ্জ ভূইঘর রুপায়ন হাউজিং মসজিদে নামাজ শেষে মুসল্লীদের সাথে ধর্মীয় বয়ান কালে ভূইঘর এলাকার বহিরাগত সন্ত্রাসীরা অবৈধভাবে হাউজিং এ প্রবেশ করে মসজিদে ডুকে মসজিদের খতিব ও মুসল্লীদের উপর মৃত জলিল আহমেদ এর পুত্র  জহিরুল ইসলাম (৫৫)তার সঙ্গীয় সন্ত্রাসীদের নিয়ে হামলা চালায় এবং মারধোর করে। সন্ত্রাসীদের হামলার আঘাতে খতিব সায়েখ জামাল উদ্দিন (৫০), এম এ হোসাইন রাজ (৩৬) ও আঃ হান্নান (৪০)।

ঘটনার এ বিষয়ে রুপায়ন  এর এর বাসিন্দা সিরাজ উদ্দিন আহমেদ এর  ছেলে আহত হওয়া  এম এ হোসাইন রাজ বাদী হয়ে ফতুল্লা থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন বলে জানা যায়।

ঘটনার সূত্রে জানা যায় যে,পশ্চিম ভূইগড়, চৌড়া বাড়ি এলাকার   জহিরুল ইসলাম (৫৫), আবু সাইদ পাটোয়ারী রাসেল (৪৩),  বাবু (৩৭),   মোঃ আঃ মুবিন (৫৫), মোঃ বাহাউদ্দিন (৫০), মোঃ মিজানুর রহমান (৪৭),এরা সহ  আরও অজ্ঞানতামা ৭/৮ জন স্হানীয়  এলাকার সন্ত্রাস, চাঁদাবাজ, অসাধু, উশৃঙ্খল ও খারাপ প্রকৃতির লোকজন হিসেবে চিহ্নিত অপরাধী চক্র।  তাহারা বহিরাগত হইয়া রূপয়নে আধিপত্য বিস্তারের জন্য  রুপায়ন টাউন সোসাইটিতে সন্ত্রাসী কার্যক্রম করিয়া আসিতেছে এমনকি এযাবৎকাল রুপায়নে স্থাপিত  সামাজিক মসজিদে  জোর পূর্বকভাবে  রুপায়ন টাউন সোসাইটির লোকজন বা মুসল্লিদের মতামত ব্যতিত ঐচ্ছিক মসজিদ কমিটি গঠন করে। তাদের এ কমিটি   টাউনে বসবাসকৃত মুসল্লিগণ কেহই স্বীকৃত দেয়নি।  রুপায়ন টাউন জামে মসজিদে সায়েখ জামাল উদ্দিন (৫০) সাহেব দীর্ঘ ১৩ বছর যাবৎ সুনামের সহিত খতিব হিসাবে দায়িত্ব পালন করিয়া আসিতেছে এবং  রুপায়ন টাউনসী তাহার উপর সর্বোচ্চ সন্তুষ্ট। কিন্তু উক্ত সন্ত্রাসী অপরাধীরা  তাহাদের সন্ত্রাসী কার্যক্রম বিস্তারের স্বার্থে  খতিবকে  বিতারিত করার জন্য অপচেষ্টা ও পায়তারা করিয়া আসিতেছে। এরই ধারাবাহিকতায় অপরাধীরা  একে অপরের পরস্পর যোগসাজসে পরিকল্পিতভাবে ২০ মার্চ বৃহস্পতিবার  রাত অনুমান ১০ টার   সময় তারাবী নামায শেষে খতিব সাহেব  কয়েকজন রুপায়ন টাউনবাসীকে ধর্মীয় বয়ান দেয়ার সময় জহিরুল ইসলাম উপরোক্ত অপরাধীদের নিয়ে রুপায়ন টাউনবাসীর মতামত ছাড়া খতিব সাহেবকে তাহার দায়িত্ব হইতে অব্যাহতি পত্র প্রদান করে এবং তাহাকে লাঞ্চিত করিতে থাকে। বিষয়টি দেখিতে পাইয়া উপস্থিত  মুসল্লি প্রতিবাদ জানাইলে তাহারা  ক্ষিপ্ত হইয়া খতিব ও মুসল্লীদের উপর ক্ষিপ্ত হইয়া  বেধরক মারপিট শুরু করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও গুরুতর জখম করে।

এক পর্যায়ে তাদের  পকেট হইতে সুইচ গিয়ার ছুরি বাহির করিয়া এম এ হোসাইন রাজকে  হত্যার উদ্দেশ্যে  মাথা লক্ষ করিয়া স্বাজোরে কোপ মারিলে উহা লক্ষ ভ্রষ্ট হইয়া রাজের বাম চোখের নিচে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে।  আমি আঘাত প্রাপ্ত হইয়া বেথায় কাতরাইতে থাকিলে ১নং হইতে ৫নং বিবাদীগণ আমাকে এলোপাথারী লাথি ও কিলঘুষি মারা সহ মসজিদের কাঠের সুতরা ও চেয়ার দ্বারা মারপিট করিতে থাকিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা রক্তাক্ত জখম করে।তাদের আঘাতে গুরুতর রক্তাক্ত জখম হইয়া রাজ পড়িয়া গেলে রাজের পকেটে  থাকা নগদ- ৩৫,৫০০/-(পয়ত্রিশ হাজার পাঁচশত) টাকা উক্ত অপরাধীরা ছিনিয়ে নিয়ে  যায়। এ সময় রাজকে  আঃ হান্নান (৪০), অপরাধীদের হাত থেকে বাচাতে  আগাইয়া আসিলে সন্ত্রাসীরা  তাহাদেরকে মারধর করে বলে জানা যায়।

রুপায়ন টাউন সোসাইটির লোকজন এসকল অপরাধীদের অত্যাচারের হাত থেকে বাচাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আইন প্রয়োগকারী সংস্থা ও সোসাইটির কতৃপক্ষের হস্তক্ষেপ   কামনা করেন। সেই সাথে অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

এবিষয়ে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহিন বলেন, অভিযোগের তদন্ত করে এর সত্যতা পাওয়া গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।