বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো পার্কিং করা বাস সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রার্থী মান্নানের প্রার্থীতা বাতিলের দাবিতে মশাল মিছিল  প্রত্যেক মানুষ, প্রার্থী, দল আমাদের কাছে সমান: ডিসি রায়হান কবির আমরা নির্বাচনের ট্রেনে উঠে পড়েছি, এখন আমাদের দায়িত্ব মানুষের ঘরে ঘরে পৌঁছানো: মাসুদুজ্জামান  মুকুল, শকু ও মুরাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার  ফতুল্লা ধর্মগঞ্জ এলাকায় পলির দানা তৈরির কারখানায় ভয়াবহ আগুন  বন্দরের মদনপুরে সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত ধানের শীষের প্রার্থী মান্নানের বিরুদ্ধে মানববন্ধন সাজানো সিদ্ধিরগঞ্জে ধানের শীষের প্রার্থী মান্নানের গণসংযোগ ও লিফলেট বিতরণ  মাসুদুজ্জামানের পক্ষে নাসিক ১৭ নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ 

ভুল-ভ্রান্তি করে থাকলে ক্ষমাসুন্দর চোখে দেখবেন: শেখ হাসিনা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

বিগত নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জনগণের সেবা করার সুযোগ দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘এই দীর্ঘ চলার পথে যতটুকু অর্জন, তার সবটুকুই আপনাদের অবদান। আপনাদের সহযোগিতা ছাড়া এ অর্জন করা সম্ভব হতো না। চলার পথে যদি কোনো ভুল-ভ্রান্তি করে থাকি, তাহলে আপনারা ক্ষমাসুন্দর চোখে দেখবেন- এটাই আমার আবেদন।’

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভাষণ দেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘আবার সরকার গঠন করতে পারলে, ভুলগুলো শোধরানোর সুযোগ পাবো। ৭ জানুয়ারির নির্বাচনে ‘নৌকা’ মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।’

তিনি বলেন, ‘আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী রাজনৈতিক দলসমূহ এবং প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ, সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত হয় এমন কোন উদ্ভট ধারণাকে প্রশ্রয় দেবেন না এবং ইন্ধন জোগাবেন না।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ৩ মেয়াদে আওয়ামী লীগ লীগ সরকার গণতান্ত্রিক ধারা ও স্থিতিশীলতা বজায় রেখে জনকল্যাণমুখী ও সুসমন্বিত পরিকল্পনার মাধ্যমে একটি সমতা ও ন্যায়ের ভিত্তিতে গণতান্ত্রিক দেশ বিনির্মাণের পথে জাতিকে অগ্রসরমান রেখেছে। এরই মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণের একটি টেকসই ভিত্তি স্থাপিত হয়েছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে।’

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।