শনিবার, ২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ-৫ আসনের পুনর্নির্ধারণ নিয়ে রাজনীতিবিদ মাসুদুজ্জামানের ক্ষুব্ধ প্রতিক্রিয়া  সাবেক কাউন্সিলর ইকবালের শাশুড়ীর রুহের মাগফেরাত কামনায় দোয়া তারা ‘মব জাস্টিস’-এর মাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছে: রফিউর রাব্বি জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মনোনয়ন দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা এদেশের ৯৯% মানুষই ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী: এড. সাখাওয়াত  বন্দরে কুদ্দুস হত্যা মামলার প্রধান আসামি রানা গ্রেপ্তার  আমরা এমপি হতে চাই, নেতা হতে চাই; কিন্তু জনগণ চায় সেবা: গিয়াসউদ্দিন  মদনপুর-মদনগঞ্জ সড়কের বেহাল দশা,সংস্কারের দাবিতে সড়ক অবরোধ জাতীয়তাবাদী দলের প্রাণ হচ্ছে তৃণমূলের নেতা-কর্মী: আবুল কাউছার আশা নারায়ণগঞ্জ ৫ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করবেন সাদরিল

ব্যবসায়ি সিরাজুল হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

সিদ্ধিরগঞ্জে সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়িকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।দণ্ডপ্রাপ্ত দুই ভাই হলেন- সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে পাপ্পু (৪০) ও শুক্কুর (৩৭)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোমিনুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা অনুপস্থিত ছিলেন।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, ২০১৫ সালে হত্যার ঘটনায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আসামিরা পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ মিজমিজি এলাকায় সৌদি প্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন ভবনের কাজের তদারকি করতেন সিরাজুল ইসলাম। তখন শুক্কুর ও তার ভাই পাপ্পুসহ কয়েকজন তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। সবশেষ ২০১৫ সালের ২৩ জুলাই সিরাজুল ইসলামের কাছে ফের চাঁদা দাবি করেন তারা। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে সিরাজুল ইসলামকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে চলে যান আসামিরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে জাকারিয়া কনক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। সেই মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।