নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের পুরান গোগনগর খেয়াঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে নি’খোঁজ হয়েছে ৯ বছরের এক শিশু।
নি’খোঁজ শিশুটির নাম আয়মান। তার বয়স ৯ বছর। পিতা নুর মোহাম্মদের সন্তান। আয়মান নানুর বাসায় বেড়াতে এসে আজ শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে খেয়াঘাট সংলগ্ন নদীতে গোসল করতে নামে। এ সময় হঠাৎ লঞ্চের ডেউয়ের পানিতে পড়ে গিয়ে সে নি’খোঁজ হয়ে যায়।
এ ঘটনায় স্বজনরা চারপাশে খোঁজাখুঁজি করলেও এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
কেউ যদি আয়মানকে খুঁজে পান বা কোনো তথ্য পেয়ে থাকেন, অনুগ্রহ করে এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে: +8801625256825।
Leave a Reply