শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক এস এম আসলাম’কে সমাজ কল্যাণ ক্লাবের সংবর্ধনা ভূমিকম্পের পর বন্দরে একটি তুলার কারখানায় ভয়াবহ আগুন  তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সিদ্ধিরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল মানুষের দ্বারে দ্বারে গিয়ে উপলব্ধি করেছি ধানের শীষের জন্য একটা গণজোয়ার অপেক্ষা করছে: মাসুদুজ্জামান  বন্দরে বিএনপির প্রার্থী মাসুদুজ্জামানের গণসংযোগ মহাসমাবেশে পরিণত রূপগঞ্জ ভূমিকম্পে দেয়াল ধসে এক শিশুর মৃত্যু  তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন তেলাওয়াত ও এতিম শিশুদের নিয়ে দোয়া মান্নানের ঘরে ঘরে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা পৌছে দিয়েছি, জনগণের অভূতপূর্ণ সাড়া পাচ্ছি: মাসুদুজ্জামান  নারায়ণগঞ্জের চাঁদাবাজ, মামলা বাণিজ্য ও সন্ত্রাসী চক্রের স্বার্থ রক্ষায় মাসুদুজ্জামানকে নিয়ে যড়যন্ত্র করছে  নাসিকের অভিযানে অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ 

বন্দরে বিএনপির প্রার্থী মাসুদুজ্জামানের গণসংযোগ মহাসমাবেশে পরিণত

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের গণসংযোগে বাঁধভাঙা জনস্রোত।

​শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বন্দরের সোনাকান্দা, ছালেহ নগর,শাহী মসজিদ রোড, বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মাসুদুজ্জামান মাসুদ যখন বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগে নামেন তখন তার সাথে যোগ দেন হাজারো সমর্থক।

মাসুদুজ্জামানের জন্য দুপুর থেকেই স্থানীয় ভোটাররা তার আগমনকে কেন্দ্র করে জড়ো হতে থাকেন। ​গণসংযোগকালে স্থানীয় জনগণ প্রার্থীকে কাছে টেনে নেন নিজেদের দুঃখ-দুর্দশা ও প্রত্যাশার কথা অকপটে তুলে ধরেন। বহু নারী ভোটারকে দেখা যায় বাড়ির গেট, এমনকি রাস্তার দুই পাশের ছাদ থেকে ফুল ছিটিয়ে মাসুদকে অভ্যর্থনা জানাতে এবং হাত নেড়ে তাদের সমর্থন ব্যক্ত করতে।

স্থানীয়রা স্বতঃস্ফূর্তভাবে তার প্রচারণায় অংশ নেন। এ সময় মাসুদুজ্জামান জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে ধানের শীষকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

​​বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনার সময় জনতার এই ব্যাপক উচ্ছ্বাস দেখে মাসুদুজ্জামান মাসুদ তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ৩১ দফা পৌঁছে দেওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়েছি উপলব্ধি করেছি ধানের শীষের জন্য একটা গণজোয়ার অপেক্ষা করছে। মানুষ মুখিয়ে আছে ফেব্রুয়ারিতে ভোট দিবে এবং জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে।

তিনি বলেন, বন্দরবাসীর কাছে কৃতজ্ঞতা আপনারা আমাদের যেভাবে গ্রহন করেছেন। আমরা সবার দোয়া চাই। বহু বহু বছর এই বন্দরবাসীর সাথে প্রতারণা হয়েছে। ভোটের প্রতারণা হয়েছে। তাদের আশা আকাঙ্ক্ষা দেখিয়ে ভোট নিয়ে সংসদে গিয়েছে কিন্তু কাজ করেনি। গত ১৭ বছরে বন্দরে বলার মতো কোনো উন্নয়ন হয়নি। যদি জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারে এখানে ইকোনমিক জোন হবে ইনশাআল্লাহ। এখানে পূর্নাঙ্গ মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় হবে আশা করি। এখানে অনেক কাজ করার সুযোগ আছে।

​মাসুদুজ্জামান মাসুদের এই গণসংযোগে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি নেতাকর্মীদের মনোবলকে আরও চাঙ্গা করে তোলে।

এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য হাজী ফারুক হোসেন, মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, আলমগীর হোসেন, বিএনপি বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুসার, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, মহানগর কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মসিউর রহমান মশি, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লা মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ২০ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মনির পাঠানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।