নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
বন্দরে ঝগড়া থামাতে গিয়ে নাতিন জামাইয়ের লাঠির আঘাতে জোবাইদা বেগম (৭২) নামে বৃদ্ধা দাদি শাশুড়ি নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জোবাইদা বেগম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকার মৃত নুরুদ্দিনের স্ত্রী।
নিহতের ভাতিজা নজরুল ইসলাম জানান, ‘গত শনিবার নাতিন জামাই রিফাতের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ হয়। ঝগড়া থামাতে গিয়ে দাদি শাশুড়ি জোবাইদার মাথায় লাঠির আঘাত লাগে। তাকে হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকালে তার মৃত্যু হয়।’
বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিবারকে অভিযোগ দায়েরের জন্য অনুরোধ করা হয়েছে।
Leave a Reply