রবিবার, ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সাংবাদিক তুহিন হত্যা, মাসুদুজ্জামান’র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি  সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে সাংবাদিক সমাজের মানববন্ধন ও বিক্ষোভ  সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সাংবাদিক তুহিন হত্যায় এনজেটিজেএ’র তীব্র নিন্দা  গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় নারায়ণগঞ্জে এনইউজের তীব্র তীব্র নিন্দা  সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ এক তরুনী আটক সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের তীব্র নিন্দা  মরহুম কামাল হোসেন দলের ও নেত্রীর প্রয়োজনে নিজেকে বিলিয়ে দিয়ে গেছেন: মামুন মাহমুদ  সিএনজি চালক থেকে কোটিপতি সেই মোতালিব গ্রেপ্তার  শহরে ফুটপাতের দখলকে কেন্দ্র করে হকারের ঘুষিতে হকার নিহত

ফ্যাসিবাদ পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপি বিজয় র‌্যালি 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:  পতনের প্রথম বর্ষপূর্তি ববভগঞ্জের সোনারগাঁয়ে বিজয় র‌্যালি করেছে বিএনপি। বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এই র‌্যালির নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ র বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে র‌্যালিটি পিরোজপুর ইউনিয়ন পরিষদ চত্বর ঘুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এ সময় “আজহারুল ইসলাম মান্নান” এর পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা ও মহাসড়ক।

সোনারগাঁ উপজেলা বিএনপি অঙ্গসংগঠন ও পৌর বিএনপির আয়োজনে বিজয় র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিব, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, মাসুম রানা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, মোহাম্মদ আলী, সফিউল আলম বাচ্চু নিজাম উদ্দিন, হারুন-উর-রশিদ মিঠু, কাউসার আহমেদ, আব্দুল মান্নান, আরিফ হোসেন বাবুসহ, নোবেল মীর, আলীনুরসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।