নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও প্রদর্শনের দায়ে তিন প্রতিষ্ঠান থেকে প্রায় ১৮ কেজি পলিথিন জব্দ এবং ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির ও তারিকুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে সদর উপজেলার ওয়াপদারপুল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোবারক হোসেন।
অভিযানে ইনসাফ ডিপার্টমেন্ট স্টোর থেকে ৯ কেজি পলিথিন জব্দ করে ৩ হাজার টাকা জরিমানা, মেসার্স নীরব স্টোর থেকে ৭ কেজি পলিথিন জব্দ করে ৩ হাজার টাকা জরিমানা এবং মেসার্স মায়ের দোয়া ভ্যারাইটিজ স্টোর থেকে ২ কেজি পলিথিন জব্দ করে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় এ শাস্তি প্রদান করা হয়। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পলিথিনের ব্যবহার, মজুদ ও বিক্রি রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply