শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন  সোনারগাঁয়ে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আওয়ামীলীগ ও যুবলীগের ২ সদস্য গ্রেপ্তার  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদের প্রতি মহানগর বিএনপির শ্রদ্ধা  ভাষা শহীদদের প্রতি ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা  ভাষা শহীদ দিবসে জেলা ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলি সোনারগাঁয়ে আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে ভাষা শহীদদের শ্রদ্ধা  একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা’য় বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব নারায়ণগঞ্জ  মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের জন্য দোয়া ও মোনাজাতে জামায়াতে ইসলামী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নাঃগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুবদল নেতা বাদশা খাঁনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা 

ফতুল্লায় তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে

https://news24narayanganj.com/%E0%A6%AB%E0%A6%A4%E0%A7%81%E0%A

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লায় একটি তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার হওয়া সেই অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে। লাশটি ভ্যানচালক হাবিবুর রহমানের (২১)। বুধবার (২৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম।

নিহত হাবিবুর রহমান হলেন কুড়িগ্রাম জেলার দিঘল হাইল্লা গ্রামের আজিজুল হকের ছেলে। তারা ফতুল্লা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সাক্কু মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

পুলিশ জানায়, গতকাল নিহতের বাবা লাশের পরনের জামা-কাপড় ও পায়ের আঙুল দেখে মরদেহ শনাক্ত করেন। আমরা জানতে পেরেছি হাবিবুর ৫ দিন ধরে নিখোঁজ ছিলো। এ বিষয়ে হাবিবুরের বাবা ২৫ জানুয়ারি অপহরণের অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেন। নিহত হাবিবুর এক মাস আগে গ্রাম থেকে বাবার কাছে আসেন এবং ভ্যান চালানো শুরু করেন। গত ২৪ জানুয়ারি একটি চক্র হাবিবুর রহমানকে অপহরন করে তার মোবাইল থেকে আজিজুল হককে ফোন দিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তবে মুক্তিপন না পেলে অপহরণকারীরা হাবিবুরের মোবাইল বন্ধ করে দেয়। প্রযুক্তির মাধ্যমে হাবিবুরের অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়েছিল। তবে মোবাইল বন্ধ থাকায় সময় লেগেছে।

প্রসঙ্গত, ২৮ জানুয়ারি দুপুরে এনায়েতনগরের শীষমহল আমতলা এলাকার স্বপন সরকারের ভাড়াটিয়া বাড়ি থেকে পচা দুর্গন্ধ বের হলে থানায় খবর দেয় আশেপাশের লোকজনেরা। এরপর পুলিশ গিয়ে তালা ভেঙ্গে পচা ও বিকৃত অবস্থায় হাবিবের লাশ উদ্ধার করে। এরআগে ২০ জানুয়ারী স্বামী স্ত্রী পরিচয়ে সেই রুমটি ভাড়া নেয় অপহরন চক্রের সদস্যরা। তবে ভাড়া দেয়ার সময় বাড়িওয়ালা ভাড়াটিয়াদের কোন পরিচয়পত্র রাখেনি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।