বৃহস্পতিবার, ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,

ফতুল্লায় এক তরুণকে কুপিয়ে হত্যা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

ফতুল্লায় ২৫ বছর বয়সী এক তরুণকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে পশ্চিম দেওভোগের নাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।

নিহতের নাম রায়হান খান (২৫)। তিনি চাঁদপুর জেলার বহারিয়া বাজার এলাকার প্রয়াত বিল্লাল খানের ছেলে।

পশ্চিম দেওভোগের তাঁতীপাড়া এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন রায়হান।

ওসি মান্নান বলেন, নিহতের বিরুদ্ধে মাদক ব্যবসা ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলাও রয়েছে।

“স্থানীয়দের কাছ থেকে সে প্রায় সময় টাকা-পয়সা চাঁদা নিতো। মাদক ব্যবসায় বাধা দিলে হামলার শিকার হতেন। বাড়ির ভাড়াও ঠিকমতো দিতেন না। এ নিয়ে স্থানীয়রা তার প্রতি ক্ষুব্দ ছিল। সকালে একটি গ্যারেজের মালিকের কাছ থেকে টাকা চাওয়ায় তর্ক হয়। এরপর তাকে লোকজন পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।”

পুলিশ মরদেহটি নাগবাড়ি এলাকার তিন রাস্তার মোড় থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। তার মুখমন্ডল থেতলে দেওয়া হয়েছে এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান আব্দুল মান্নান।

তবে, মাদক ব্যবসা নিয়ে প্রতিপক্ষের লোকজনও সকালে তাকে মারধরে অংশ নেন বলে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী।

এ বিষয়ে ফতুল্লা থানার ওসি বলেন, “বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। এই হত্যাকাণ্ডের পেছনে পুরোনো কোনো দ্বন্দ্ব কাজ করেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।”

এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা রেকর্ডের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।