বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আমাদের কাজ হলো ঘরে ঘরে যাওয়া, ধানের শীষে ভোট চাওয়া, নির্বাচনের প্রস্তুতি নেওয়া: মাসুদুজ্জামান  শহরে ট্যাক্সি স্ট্যান্ডে টিপুর উপস্থিতিতে দু’পক্ষের হাতাহাতি ফতুল্লায় ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা বিএনপি ক্ষমতা চায় না; বিএনপি চায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে জনগণের সেবা করতে: খোরশেদ আমরা যারা সরকারি চাকরি করছি, মানুষের আস্থার জায়গা তৈরি করতে পারছি না: ডিসি যুবদলই আগামী দিনের মানবিক বাংলাদেশ গড়ার অগ্রদূত: মান্নান প্রতিযোগিতা আইনটি সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে সিন্ডিকেট ও কার্টেল কার্যক্রম বন্ধ হবে: আখতারুজ্জামান  আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুব উন্নয়নের বিউটিফিকেশন কোর্স উদ্বোধন করলো মানব কল্যাণ পরিষদ পি আর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না: মুফতি মাসুম বিল্লাহ আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই ঐক্যবদ্ধ: মাসুদুজ্জামান মাসুদ 

পি আর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না: মুফতি মাসুম বিল্লাহ

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না; বরং একটি জবাবদিহিতামূলক সরকার কায়েম হবে। একটি সুন্দর দেশ গঠন হবে। জবাবদিহিতার অভাবেই ফ্যাসিবাদ তৈরি হয়। আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে ক্ষমতার কেন্দ্রীকরণ হ্রাস পাবে এবং সংলাপের সংস্কৃতি সৃষ্টি হবে। তাছাড়া প্রতিটি ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে ও প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। সকল দল-মতের প্রতিনিধিত্বের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠিত হবে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে চাষাড়া শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে যুগপৎ আন্দোলনের চতুর্থ দফা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম। আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-২ ও ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী যথাক্রমে মাওলানা হাবীবুল্লাহ হাবিব ও ফারুক আহমেদ মুন্স, নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, জেলা সেক্রেটারি মুহা. জাহাঙ্গীর কবিরসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান বক্তা বলেন, “পতিত ফ্যাসিবাদের বিষাক্ত ছোঁয়া এখনো দেশকে অনিরাপদ করে রেখেছে। পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করে সুযোগ নেওয়ার পাঁয়তারা করছে। তাই রাজনৈতিক দলগুলোকে নিজ দলের ব্যাপারে সতর্ক থাকতে হবে।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।