রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে থেমে থাকা কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১ বাবা এমপি হলেই ছেলে চাঁদাবাজির কর্তা হয়: তরিকুল সুজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার কাছে মানুষের অনেক প্রত্যাশা: মোহাম্মদ আলী নির্বাচিত হলে ভবিষ্যৎ নিয়ে আমার অনেক পরিকল্পনা রয়েছে: মাকসুদ হোসেন এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় কাজ করে যেতে চাই: কালাম নারায়ণগঞ্জ-০৫ আসনে এনসিপির গণভোটের প্রার্থী (এম্বাসাডর) মনোনীত হলেন নিরব রায়হান নাগরিকদের জন্য সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য: আল আমিন বিভিন্ন প্রার্থীর লোকজন হুমকি-ধমকি দেওয়া শুরু করেছে: শাহ আলম সিদ্ধিরগঞ্জে গভীর রাতে টিনশেড মার্কেটে অগ্নিকাণ্ড, ৫ দোকান ছাই আমাদের নেতাকর্মীদের ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে: গিয়াসউদ্দিন

নির্বাচিত হলে ভবিষ্যৎ নিয়ে আমার অনেক পরিকল্পনা রয়েছে: মাকসুদ হোসেন

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাকসুদ হোসেন বলেছেন, “নির্বাচিত হলে ভবিষ্যৎ নিয়ে আমার অনেক পরিকল্পনা রয়েছে। তবে মূল কথা হলো, নারায়ণগঞ্জ দীর্ঘদিন ধরে অবহেলিত। আগে যারা এমপি নির্বাচিত হয়েছেন, তারা এখানে তেমন কোনো উন্নয়ন সাধন করতে পারেননি। আমার স্বপ্ন নারায়ণগঞ্জকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলা।”

শনিবার (২৪ জানুয়ারি) সকালে শহরের ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “আজ প্রচারণার তৃতীয় দিনে ১৩ নম্বর ওয়ার্ডের প্রায় পুরো এলাকাতেই গণসংযোগ করেছি। সাধারণ ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। যাদের সঙ্গে দেখা হচ্ছে, তাদের সঙ্গে কুশল বিনিময় করছি, কথা বলছি। ইনশাআল্লাহ, জনগণের মধ্যে আমাদের ভালো সাড়া রয়েছে। ভোটারদের যথেষ্ট সমর্থন পাচ্ছি এবং নারায়ণগঞ্জ সদর ও বন্দরসহ সব জায়গাতেই সমর্থন রয়েছে।”

নিজের জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “ভোটাররা আমাকে যেভাবে গ্রহণ করছেন, তাতে আমি শতভাগ আশাবাদী যে নির্বাচনে বিজয়ী হবো।”

এসময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলে মাকসুদ হোসেন বলেন, “গতকাল আমার স্ত্রী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে কালাম সাহেবের ছেলে আশার সন্ত্রাসী গ্রুপের একজন টোকাই তাকে বাধা দেয়। তারা বলে, ২৩ নম্বর ওয়ার্ডে কোনো ধরনের প্রচারণা করা যাবে না। ২৩ নম্বর ওয়ার্ড কি কারও বাপের? সেখানে আমরা কেন যেতে পারবো না।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।