শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,

নারায়ণগঞ্জে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় মানসিক প্রতিবন্ধী (৬০) এক নারীকে ধর্ষণের অভিযোগে আলমগীর হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

২৯ মে শুক্রবার সকালে উপজেলার পুরাতন সৈয়দপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ধর্ষণের ঘটনায় প্রতিবন্ধী নারীর মেয়ে বাদী হয়ে সদর মডেল থানা মামলা দায়ের করেন।

 

আটক আলমগীর হোসেন একই এলাকার গফুরের ছেলে।

 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন বলেন, ‘মানসিক প্রতিবন্ধী ওই নারী সৈয়দপুর এলাকায় ঘুরে বেরাতো। বৃহস্পতিবার রাতে ওই নারীকে আলমগীর হোসেন ধর্ষণ করে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর বিষয়টি জানতে পেরে আলমগীর হোসেনকে আটক করে পুলিশে দেয়। পরে রাতেই প্রতিবন্ধী নারীর মেয়ে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।’

 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘আলমগীর হোসেন ধর্ষণের কথা স্বীকার করায় দুপুরে আদালতে পাঠানো হয়। সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠায়। আর ওই নারীকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।