রবিবার, ৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
বন্দরে ছোট ভাইয়ের স্ত্রীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা, ঘাতক বড়ভাই থানায় গিয়ে আত্মসমর্পণ  ফেসবুক লাইভে এসে পিটিয়ে ও কুপিয়ে হত্যা, অভিযুক্ত শাহীন আটক অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পেলেন সদর ইউএনও জাফর সাদিক, নতুন ইউএনও তাছলিমা শিরিন জলাবদ্ধতা নিরসনে উপদেষ্টার বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান প্রবীণদের অভিজ্ঞতা আর তরুণদের উদ্যম, এই দুই মিলে আমরা পরিকল্পিত নগর গড়তে চাই: মাসুদুজ্জামান বন্দরে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ মহানগর বিএনপির রূপগঞ্জে এক প্রবাসী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার  ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ী অপহরণ, ৯ ঘন্টা পর উদ্ধার  বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চাই,যেনো আর কোনো মায়ের বুক খালি না হয়: জেলা প্রশাসক  ফ্যাসিস্ট আমলের নির্বাচন কমিশনের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি: এড.আবুল কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের পুনর্নির্ধারণ নিয়ে রাজনীতিবিদ মাসুদুজ্জামানের ক্ষুব্ধ প্রতিক্রিয়া 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের কারিগরি কমিটির প্রস্তাবনার তীব্র সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের রাজনীতিবিদ ও বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ।

তিনি বলেন, “নির্বাচনী সীমা বিভক্ত করে আমাদের ঐক্য ভাঙা যাবে না। কলমের এক খোঁচায় আসন ভাগ করা হলেও, মানুষের হৃদয়ে আমি সবসময় ঐক্যবদ্ধ নারায়ণগঞ্জের প্রতিনিধিত্ব করেছি এবং করব।”

সম্প্রতি নির্বাচন কমিশনের গঠিত বিশেষ কমিটির সুপারিশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডকে একত্র করে নতুনভাবে নারায়ণগঞ্জ-৫ আসন গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে সদর উপজেলার গোগনগর ও আলীরটেক ইউনিয়ন এবং বন্দর উপজেলার মুছাপুর, মদনপুর, বন্দর, ধামগড় ও কলাগাছিয়া—মোট সাতটি ইউনিয়ন বাদ পড়েছে।

এ প্রেক্ষিতে মাসুদ বলেন, “এই সাতটি ইউনিয়ন দীর্ঘদিন অবহেলিত। নাগরিক সুবিধা, যোগাযোগ ব্যবস্থা, ড্রেনেজ ও কর্মসংস্থান সবদিক থেকেই পিছিয়ে রয়েছে। যেখানে উন্নয়নের প্রয়োজন, সেখানে করা হয়েছে বিভাজনের মতো বৈষম্যমূলক সিদ্ধান্ত- এটি মেনে নেওয়া যায় না।”

তিনি আরও বলেন, “আলীরটেক, গোগনগর, মুছাপুর, মদনপুর, বন্দর, ধামগড় ও কলাগাছিয়া- এই সাতটি ইউনিয়নের প্রতিটি মানুষ আমার আপনজন। আমি ছিলাম, আছি এবং থাকব আপনাদের পাশে- দুঃখে, দুর্যোগে, উন্নয়নে ও অধিকার আদায়ে।”

নিজ দলের অভ্যন্তরের বিভক্তির রাজনীতির বিরুদ্ধেও তিনি কড়া অবস্থান জানান। মাসুদের ভাষায়, “বিএনপির শক্তি ঐক্যে, বিভাজনে নয়। যারা অভ্যন্তরে বিভক্তির রাজনীতি করছেন, তারা মূলত দলের আদর্শ ও নেতৃত্বের বিরুদ্ধেই অবস্থান নিচ্ছেন।”

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের পথে বিএনপি এগিয়ে চলেছে উল্লেখ করে তিনি বলেন, “এই যাত্রায় কোনো গোষ্ঠীস্বার্থ, বিভাজন কিংবা গ্রুপিংয়ের জায়গা নেই। আমার রাজনীতি ঐক্যের, মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি।”

তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণকে আশ্বস্ত করে বলেন, “সীমানা পুনর্নির্ধারণে পূর্বের অন্তর্ভুক্ত কিছু ইউনিয়ন বাদ পড়লেও আমি অতীতের মতোই আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ থাকব।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।