নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
গণভোটের প্রচারণায় জন্য ২৩৮টি আসনে দলীয় প্রার্থী (এম্বাসেডর) ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পূর্বঘোষিত ১০ দলীয় জোটের ৩০ আসন ব্যতীত ২৭০ আসনে গণভোটের প্রার্থী দেওয়ার কথা জানিয়েছিলো এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
নারায়ণগঞ্জ-০৫ আসনে এনসিপির গণভোটের প্রার্থী (এম্বাসাডর) মনোনীত হয়েছেন এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির গণভোট বিষয়ক উপকমিটির সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক নিরব রায়হান
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় এনসিপির বাংলামোটর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।
এসময় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণমাধ্যমকে বলেন— গণভোটের প্রচারণা এবং ‘হ্যা’কে জয়যুক্ত করার জন্য সচেতনতাসহ নানান ধরনের কর্মসূচি গ্রহণ করেছে এনসিপি। আমরা প্রত্যাশা রাখবো, দেশের মানুষের কাছে সেই বার্তা আপনারা পৌঁছে দেবেন।
তিনি আরও বলেন, ২৭০টি আসনের যেখানে আমাদের নির্বাচনের প্রার্থী নেই সেখানে আজকে আমরা গণভোটের প্রার্থী ঘোষণা করবো। আমরা দেখছি যে সরকারসহ বিভিন্নভাবে গণভোটের প্রচারণা করছে, কিন্তু সেটা অনেকটা কম। আমাদের একেবারে প্রান্তিক এলাকার জনগণ এবং প্রত্যেকটি গ্রামের অলিগলিতে গণভোটের বার্তা ও গণভোটের সচেতনতা পৌঁছে দিতে হবে। কেননা আমরা দেখছি অনেক ধরনের গুজব ছড়ানো হচ্ছে। ‘না’ ক্যাম্পেইন করা হচ্ছে৷ বলা হচ্ছে গণভোট বিজয়ী হলে সংবিধানে ‘বিসমিল্লাহ’ থাকবে না। আরও অনেক ধরনের গুজব মাঠ পর্যায়ে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। সচেতনতার জন্য আমরা ২৭০টি আসনে গণভোটের প্রার্থী ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। আজকে আমরা তার অংশ হিসেবে ২৩৮টি আসনে গণভোটের প্রার্থী ঘোষণা করছি। প্রার্থীদের নাম ঘোষণা হওয়ার পর থেকেই উক্ত আসলগুলোতে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে সব ধরনের কার্যক্রম শুরু করবেন।
Leave a Reply