বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
শুরু হতে যাচ্ছে এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা ত্বকীর মতো শিশু বাচ্চাকে হত্যা করেছে, অনেক মায়ের বুক খালি করেছে তারা: গিয়াসউদ্দিন  ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করেছেন দক্ষিণ কোরিয়ার ২৫ সদস্যের প্রতিনিধিদল রূপগঞ্জে পোশাক শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মী হত্যার ঘটনায় এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড  নারায়ণগঞ্জের মানুষের আস্থা, বিশ্বাস এবং ভরসা এই কমিটির ওপর অনেকখানি বৃদ্ধি পেয়েছে: মামুন মাহমুদ  বিকেএমইএ নির্বাচনে অংশ নিতে ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা আলী রেজা রিপনের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ এর শোক গাজায় ইসরায়েলীদের নৃশংস গণহত্যার প্রতিবাদে মহানগরী জামায়াতের বিক্ষোভ  ক্ষমতায় থাকি কিংবা ক্ষমতার বাহিরে থাকি, এলাকার উন্নয়নে কাজ করতে চাই: গিয়াসউদ্দিন 

নারায়ণগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে ‘বড়দিন’ উৎসব পালিত

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 
নারায়ণগঞ্জে  নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো যীশু খ্রিস্টের বড়দিনের উৎসব। এসময়  নাচ, গান, সান্তা ক্লজ সেজে বাচ্চাদের উপহার বিতরণ, কেক কাটাসহ নানা আয়োজনে  উদযাপিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। বিশেষ এই দিনকে  ঘিরে নগরীতে দুইটি গীর্জায় নানা আয়োজন করা হয়েছে।

 

বুধবার (২৫শে ডিসেম্বর) নগরীর বঙ্গবন্ধু সড়কে সাধু পৌলের গীর্জা ও কালীরবাজার এলাকায় ব্যাপ্টিস্ট চার্চ এ বড়দিন উপলক্ষে গীর্জার বিতরে ও বাহিরে করা হয়েছে আলোকসজ্জা, ক্রিস্টমাস ট্রি সাজানো হয়েছে বেলুন ও ঝাড়বাতি দিয়ে। সকাল নয়টায় বিশেষ প্রার্থনার মাধ্যমে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বেলা এগারোটায় বড়দিন উপলক্ষে কেক কাটা হয়। এছাড়াও দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

 

এসময় জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, আজ যীশু খ্রীষ্টের জন্মদিন। জেলা পুলিশের পক্ষ থেকে এই দিনে এমন আয়োজনে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই দেশ ও রাষ্ট্রদের যে সবার সেটাই এই অনুষ্ঠান প্রমাণিত করে। তিনি বলেন  শুধু খ্রিস্টান নয় এখানে হাজার হাজার মানুষ এসেছেন বড়দিনও উদযাপন করতে। এদেশে যখনই কোন উৎসব হয়, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু ও মুসলিম সকলেই সেই উৎসবেকে উদযাপন করে। এটাই হচ্ছে বাংলাদেশের চরিত্র। অন্যান্য দেশে যেমন যার উৎসব সেই পালন করে, কিন্তু বাংলাদেশে এমন নয়। এদেশে ঈদের মধ্যেও হিন্দু-মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান উদযাপন করে ঠিক তেমনি বড়দিনেও একই সাথে তারা উদযাপন করে। আমাদের দেশ পারস্পরিক সাম্প্রদায়িক সম্প্রীতিক দেশ।

 

পাদ্রী আমল অগাস্টিন রোজারিও বলেন, আমরা বিশ্বাস করি ২০২৪ বছর আগে যীশু খ্রীষ্ট জন্ম হয়। মেরি যখন জন্ম দেবেন তখন অনেক যাহা ঘোরাঘুরি করেছিলেন কিন্তু জন্ম দেওয়ার মত কোন স্থান পাননি, পরবর্তীতে একটি ছোট গোশালায় তার জন্মের জায়গা হয়। তিনি মানুষকে ভালোবাসে বলেই মানুষের রূপ নিয়ে জন্ম নিয়েছেন। তার কাজ ছিল মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা। পরবর্তীতে এগুলোই তার কথা এবং কাজের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। তারই স্মরণে ২৫ ডিসেম্বর এ আয়োজন।এই ২৫শে ডিসেম্বর শুধু খ্রিস্টানদের জন্য নয় যারা অন্য ধর্মালম্বী আছেন তাদের জন্যও। বড়দিন হল শান্তি এবং ভালোবাসার বার্তা। আমরা বাংলাদেশের এবং সবার শান্তি কামনায় প্রার্থনা করেছি। এসময় বড়দিন উপলক্ষে  শুভেচ্ছা বিনিময় করতে আসেন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, মহানগরের সভাপতি শুশিল দাস, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টাব্দ ঐক্য পরিষদের সভাপতি প্রদিপ কুমার দাস, মহানগর সভাপতি লিটন পাল, খোরশেদ আলম সহ প্রমূখ ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।