বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
৩১ দফা বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে একটি মাইলফলক হিসেবে কাজ করবে: সানি কিছু মিডিয়া ও ষড়যন্ত্কারীরা ‘মব জাস্টিস’ করে আমার ক্লিন ইমেজ ধ্বংস করার চেষ্টা হয়েছে: এড. সাখাওয়াত  রূপগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৯শ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার  স্বাস্থ্যসেবা ও তথ্য নিশ্চিত করতে স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধি, সঠিক সমন্বয় এবং স্বচ্ছতা জরুরি: ডিসি মাসুদুজ্জামান মাসুদের পক্ষে ১৫ নং ওয়ার্ডে গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ  সিদ্ধিরগঞ্জে ট্যাংক লরির ধাক্কায় তরুনী নিহত, আহত ১ জন নারায়ণগঞ্জের মানবিক ডিসির সহায়তায় শারীরিক প্রতিবন্ধী মাহিন পেলো ইলেকট্রিক হুইল চেয়ার নারায়ণগঞ্জের চাঁদমারি এলাকায় যৌথ অভিযানে ১৬ মাদকসেবীকে গ্রেপ্তার  সাংবাদিক আহসান সাদিকের মায়ের ইন্তেকাল  আমাদের কাজ হলো ঘরে ঘরে যাওয়া, ধানের শীষে ভোট চাওয়া, নির্বাচনের প্রস্তুতি নেওয়া: মাসুদুজ্জামান 

নারায়ণগঞ্জের মানবিক ডিসির সহায়তায় শারীরিক প্রতিবন্ধী মাহিন পেলো ইলেকট্রিক হুইল চেয়ার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সহায়তায় শারীরিক প্রতিবন্ধী মাহিন শাহরিয়ার পেল ইলেকট্রিক হুইল চেয়ার। বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে মাহিনের হাতে হুইল চেয়ারটি তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক নিজেই মাহিন শাহরিয়ারের হাতে ইলেকট্রিক হুইল চেয়ারটি তুলে দেন।

এ সময় ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “গত সপ্তাহে মাহিনের মা তাকে কোলে করে আমার অফিসে নিয়ে এসেছিলেন। তাদের কষ্ট দেখে আমার খুবই মায়া লেগেছিল। তখনই কিছু আর্থিক সহায়তা দিয়েছিলাম। তারা অনুরোধ করেছিলেন মাহিনের জন্য একটি ইলেকট্রিক হুইল চেয়ার দেওয়ার। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, চেষ্টা করবো। পরে জেলা পরিষদের সহযোগিতায় আজ সেই চেয়ারটি দিতে পেরেছি।”

তিনি আরও বলেন, “যাদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে, তারা আসলে সবচেয়ে বড় সংগ্রামী। তাদের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা থাকা উচিত। আমাদের সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান- এমন সন্তানদের যেন চার দেয়ালের মধ্যে আটকে না রাখি। তাদের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত রূপ।”

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন, সমাজসেবা অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক আসাদুজ্জামান সরদারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।