বৃহস্পতিবার, ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মহানগর শ্রমিকদলের নেতা এস এম আসলাম আটক র‌্যাব-১১ এর অভিযানে ২২ কেজি গাঁজা ৩ নারীসহ চারজন মাদক কারবারি আটক  রাজধানীতে বিএনপির বিজয় র‍্যালিতে আনিস শিকদারের নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান মিছিলের চেষ্টাকালে আওয়ামীলীগ ও ছাত্রলীগের ১১ জন নেতাকর্মী আটক ঢাকার বিজয় র‌্যালিতে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে জেলা বিএনপির যোগদান নয়াপল্টনে বিজয় র‌্যালিতে হাজারো নেতাকর্মী নিয়ে গিয়াসউদ্দিনের যোগদান বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীতে মডেল মাসুদের তাক লাগানো বিজয় মিছিল দেশের প্রথম বর্ষপূর্তিতে জুলাই স্মৃতিস্তম্ভে মাসুদুজ্জামান মাসুদের পক্ষে শ্রদ্ধা নিবেদন বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতার মামলায় কামাল চেয়ারম্যান গ্রেফতার। ফ্যাসিবাদ পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপি বিজয় র‌্যালি 

দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারদের নিয়ে জেলা প্রশাসকের  শ্রদ্ধা 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

গত বছর ২০২৪ এ সংঘটিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই দিন দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে।

সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা শহীদ পরিবারদের নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এরপর জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারের নেতৃত্বে জেলা পুলিশ, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমানের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, পিবিআই, এলজিইডি, গণপূর্ত বিভাগসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে।

পরে একে একে নারায়ণগঞ্জ মহানগর ও জেলা বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আজকের এই দিন, যা আমরা ৩৬ জুলাই হিসেবে বলে থাকি, এটি একটি ঐতিহাসিক দিন। হাজার হাজার ছাত্রজনতার রক্তের বিনিময়ে এই গণঅভ্যুত্থান হয়েছে। দীর্ঘ দেড় দশকের জুলুম-অত্যাচারের বিরুদ্ধে এই আন্দোলন গড়ে উঠেছিল।”

তিনি আরও বলেন,  আমরা এমন একটি দেশ চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না। আইনের সুষ্ঠু প্রয়োগ ঘটবে, কারো অধিকার হরণ হবে না এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। দেশের প্রতিটি ব্যবস্থা একটি নির্দিষ্ট গতিতে চলবে। আমরা এই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সকল শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।

শহীদদের স্মরণে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের পক্ষ থেকে, প্রেসক্লাবের সামনে খেলাফত মজলিসের উদ্যোগে এবং শহীদ মিনারে ইসলামী আন্দোলনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।