বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
গণতন্ত্রের মা খালেদা জিয়ার সুস্থতা শুধু বিএনপি নয়, দেশের কোটি মানুষের প্রত্যাশা: মান্নান  বন্দরে কর্কশিট তৈরির কারখানার গোডাউনে ভয়াবহ আগুন  স্ত্রীর পরকিয়া প্রেমের জেরে সুমনকে কুপিয়ে হত্যা : স্ত্রীসহ ৬ জন গ্রেপ্তার  দিনব্যাপী শহরের পাঁচটি স্থানে জনতার প্রত্যাশার ক্যানভাসে জনমত সংগ্রহে মাসুদুজ্জামান  খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নাসিক ১৭ নং ওয়ার্ড বিএনপির দোয়া কদম-রসুল সেতুর টেস্ট পাইলিং কাজের উদ্বোধন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মাসুদুজ্জামানের দোয়া খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাশীপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যােগে মিলাদ ও দোয়া মাহফিল। সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মাদ্রাসায় যুবদল নেতা অপুর উদ্যােগে দোয়া মাহফিল বন্দরে পারিবারিক কলহের জেরে এক যুবকের আত্মহত্যা 

দিনব্যাপী শহরের পাঁচটি স্থানে জনতার প্রত্যাশার ক্যানভাসে জনমত সংগ্রহে মাসুদুজ্জামান 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জের উন্নয়ন, জনসেবা, সামাজিক সমস্যা ও নাগরিক প্রত্যাশা সরাসরি জানতে “জনতার প্রত্যাশার ক্যানভাস” নামে বিশেষ জনমত সংগ্রহ কর্মসূচি পরিচালনা করেছেন মাসুদুজ্জামান।

বুধবার (৩ ডিসেম্বর) সারাদিনব্যাপী শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, মদনপুর ও নাজিমউদ্দিন ভূঁইয়া কলেজ এলাকায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

কার্যক্রমে শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী, শ্রমজীবীসহ বিভিন্ন পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা শিক্ষা, পরিবহন, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, কর্মসংস্থান, যুব উন্নয়ন, সড়কব্যবস্থা ও স্থানীয় নাগরিকসেবা নিয়ে নিজেদের প্রত্যাশা ও মতামত সরাসরি ক্যানভাসে লিখে জানান।

মাসুদুজ্জামান বলেন, “নারায়ণগঞ্জের মানুষের প্রকৃত অভিজ্ঞতা, চাহিদা ও প্রত্যাশা জানাই আমাদের মূল উদ্দেশ্য। মানুষ কী পরিবর্তন চায়, তা তাদের কাছ থেকেই জানা সবচেয়ে জরুরি।”

তিনি জানান, আজকের সংগ্রহ করা মতামত বিশ্লেষণ করে ভবিষ্যতের পরিকল্পনা, গবেষণা ও নীতি প্রস্তাবনায় ব্যবহার করা হবে। পাশাপাশি নারায়ণগঞ্জের অন্যান্য এলাকাতেও ধারাবাহিকভাবে এমন কর্মসূচি চালানো হবে।

তিনি বলেন, নানা সময় অবকাঠামো, সড়কব্যবস্থা, নগরসেবা ও স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় নাগরিকের অভিজ্ঞতা যথাযথভাবে প্রতিফলিত হয় না। ফলে অনেক প্রকল্প জনগণের উপকারে পুরোপুরি আসে না বা টেকসই হয় না।

এ কারণে মানুষের বাস্তব চাহিদা জানাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।