নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের উন্নয়ন, জনসেবা, সামাজিক সমস্যা ও নাগরিক প্রত্যাশা সরাসরি জানতে “জনতার প্রত্যাশার ক্যানভাস” নামে বিশেষ জনমত সংগ্রহ কর্মসূচি পরিচালনা করেছেন মাসুদুজ্জামান।
বুধবার (৩ ডিসেম্বর) সারাদিনব্যাপী শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, মদনপুর ও নাজিমউদ্দিন ভূঁইয়া কলেজ এলাকায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
কার্যক্রমে শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী, শ্রমজীবীসহ বিভিন্ন পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা শিক্ষা, পরিবহন, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, কর্মসংস্থান, যুব উন্নয়ন, সড়কব্যবস্থা ও স্থানীয় নাগরিকসেবা নিয়ে নিজেদের প্রত্যাশা ও মতামত সরাসরি ক্যানভাসে লিখে জানান।
মাসুদুজ্জামান বলেন, “নারায়ণগঞ্জের মানুষের প্রকৃত অভিজ্ঞতা, চাহিদা ও প্রত্যাশা জানাই আমাদের মূল উদ্দেশ্য। মানুষ কী পরিবর্তন চায়, তা তাদের কাছ থেকেই জানা সবচেয়ে জরুরি।”
তিনি জানান, আজকের সংগ্রহ করা মতামত বিশ্লেষণ করে ভবিষ্যতের পরিকল্পনা, গবেষণা ও নীতি প্রস্তাবনায় ব্যবহার করা হবে। পাশাপাশি নারায়ণগঞ্জের অন্যান্য এলাকাতেও ধারাবাহিকভাবে এমন কর্মসূচি চালানো হবে।
তিনি বলেন, নানা সময় অবকাঠামো, সড়কব্যবস্থা, নগরসেবা ও স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় নাগরিকের অভিজ্ঞতা যথাযথভাবে প্রতিফলিত হয় না। ফলে অনেক প্রকল্প জনগণের উপকারে পুরোপুরি আসে না বা টেকসই হয় না।
এ কারণে মানুষের বাস্তব চাহিদা জানাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
Leave a Reply