বৃহস্পতিবার, ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে তিন কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  নতুন বছর উদযাপনের নামে আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধের আহ্বান গাড়ি বা বাড়ি কিছু নেই আজাদের, স্ত্রী’র সম্পদ বেড়েছে ৮৪১ গুন  মরহুমা বেগম খালেদা জিয়ার জানাজায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অংশগ্রহণ  আরেকটি আসনে বদল করলো বিএনপি মাসুদুজ্জামানের উদ্যােগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তনে দোয়া  দিপু ভূইয়ার নেতৃত্বে তারেক রহমানের সংবর্ধনায় বিশাল শোডাউন  মাসুদুজ্জামানের পক্ষে তারেক রহমানের সংবর্ধনায় হাজারোও নেতাকর্মী নিয়ে অংশ গ্রহণ  নারায়ণগঞ্জে শব্দদূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৩ টি যানবাহনকে জরিমানা 

তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ফতুল্লায় দুটি গার্মেন্টস কারখানা ভাংচুর 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মাদার কলার ও আরএস গার্মেন্টস কারখানায় ভাংচুরের ঘটনা ঘটেছে। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে ফতুল্লার শাসনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

মাদারকালার গার্মেন্টস কারখানার অ্যাসিস্ট্যান্ট এডমিন ম্যানেজার শাহনেওয়াজ গনমাধ্যমকে জানায়, তাদের কারখানার রিপন নামের একজন অপারেটর চার দিন অনুপস্থিত ছিল। এ কারণে ১৮ জানুয়ারি শনিবার কারখানা লাইন সুপারভাইজার মিজান তাকে ধমক দেয়। এতে ক্ষুব্ধ রিপন সুপারভাইজার মিজানকে মারধর করে। মিজান ও রিপনের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। ঐদিন সন্ধ্যা ছয়টার দিকে অপারেটর রিপন অন্য শ্রমিকদের সাথে নিয়ে পুনরায় সুপারভাইজার মিজানকে মারধর করে। এই বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষ দুই শ্রমিককে ডেকে নিয়ে তাদের সাথে কথা বলে। এ সময় অন্য শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে অপারেটর রিপনকে মালিক পক্ষ মারধর করে আটকে রাখা হয়েছে। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে গার্মেন্টস কর্তৃপক্ষ ছুটি দিয়ে দেয়।

জানা যায়, একইদিন সকালে মাদার কলার গার্মেন্টস কারখানার কিছু শ্রমিক ভেতরে প্রবেশ করলেও অধিকাংশ শ্রমিক বাইরে অবস্থান করে এবং ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পাশের বেস্ট স্টাইল গার্মেন্টসের শ্রমিকদের বের করে নিয়ে যায়। পরে তারা মাদার কালারের পাশের অপর ফ্যাক্টরি আর এস গার্মেন্টসের শ্রমিকদের বের করে নিয়ে এসে তাদের আন্দোলনের যোগ দেওয়ার জন্য আহ্বান জানায়। কিন্তু আরএস গার্মেন্টসের শ্রমিকরা তাদের সাথে যোগ না দিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এতে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। দুই পক্ষের ধাওয়া-পাল্টা দেওয়ার মাঝখানে মাদারকালার ফ্যাক্টরিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা। এই ঘটনাকে কেন্দ্র করে আশেপাশের বেশ কয়েকটি কারখানা ছুটির ঘোষণা করা হয়।

শিল্প পুলিশের এসপি আসাদুজ্জামান জানায়, ‘ঘটনার পরপরই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সেনাবাহিনী পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী গার্মেন্টস কারখানা আশপাশে অবস্থান করছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।