নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে খানপুরের বরফকল মাঠসংলগ্ন তার নির্বাচনী প্রধান কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জিয়া পরিবার ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদুজ্জামান মাসুদ বলেন, মা, মাটি ও মানুষের জন্য দীর্ঘ ১৮ বছর প্রবাস জীবন কাটিয়ে নানা ষড়যন্ত্র ও বাধা অতিক্রম করে ইনশাআল্লাহ আমাদের প্রাণপ্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরে আসবেন।
তিনি বলেন, গত ১০–১৫ দিন ধরে তার দেশে ফেরার ঘোষণা শোনার পর থেকে প্রতিটি মুহূর্ত আমাদের জন্য অপেক্ষার হয়ে উঠেছে। ইনশাআল্লাহ আমরা তাকে দ্রুত বাংলাদেশে বরণ করে নেব।
তিনি আরও বলেন, আগামী ২৫ ডিসেম্বর নেতাকর্মীরা সবাই একসঙ্গে শৃঙ্খলাবদ্ধভাবে ৩০০ ফিট এলাকায় উপস্থিত থেকে তারেক রহমানকে স্বাগত জানাব। দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটবে ইনশাআল্লাহ সেদিন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বন্দর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী নূরউদ্দিন, সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, শওকত হাসেম শকু, গোলাম নবী মুরাদ, মহানগর বিএনপির সাবেক সমাজসেবা সম্পাদক মনির হোসেন সরদার, মহানগর বিএনপির সদস্য মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply