নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ ৫ (সদর ও বন্দর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদুজ্জামান মাসুদের পক্ষে নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এতে কয়েক হাজার বিএনপি নেতা-কর্মী এ মিছিলে অংশ করেন।
গতকাল শনিবার (১৯ জুলাই) বিকেলে নগর খানপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয় এবং পরে তা শহরের সলিমুল্লাহ সড়ক ও বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে দুই নম্বর রেলগেইট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপির নেতারা। তারা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদ জানিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারকারীদের কড়া হুঁশিয়ারি জানান।
এ সময় মাসুদের পক্ষে থাকা নেতাকর্মীরা প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে স্লোগান দেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের রাজপথ।
এদিকে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু বলেন, যখন বাংলাদেশ একটি নতুন সম্ভাবনার পথে হাঁটছে, তখন কিছু অন্ধকার শক্তি বিভেদ সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে। আজ তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে আমরা এক হয়েছি, আগামীদিনে এ ঐক্য আরও সুসংহত হবে। তিনি বলেন, তারেক রহমানকে দুর্বল ভাবা রাজনৈতিক ভ্রান্তি। তিনি গণতান্ত্রিক মুক্তির প্রতীক, যাঁর নেতৃত্বে দেশের ভবিষ্যৎ।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তরা বলেন, তারেক রহমান শুধু একজন নেতা নন, তিনি মহান মুক্তিযুদ্ধের বীর মেজর জিয়াউর রহমানের উত্তরসূরি। তার বিরুদ্ধে অপপ্রচার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো।” তিনি বলেন, ২০০৭-০৮ সালের সামরিক শাসনামলেও তাকে থামানো যায়নি। আজও ষড়যন্ত্র চলছে। কিন্তু তারেক রহমান ছিলেন, আছেন, থাকবেন গণতন্ত্রের চালিকাশক্তি হয়ে।
সমাবেশে নেতারা জনগণের প্রতি আহ্বান জানান, “আসুন, সব অপপ্রচার ভেঙে দিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলি। বিভাজনের রাজনীতি রুখে দিয়ে আমরা গড়ব একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ।
এ সময় মডেল ডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামানের ভাই মো. শামীম আহমেদ ও মডেল গ্রুপের জি.এম মনির হোসেন সরদারের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির সদস্য ফারুক হোসেন, মহানগর বিএনপি নেতা মহাবুবউল্লাহ তপন, মহানগর বিএনপি নেতা বিল্লাল হোসেন, শহীদুল ইসলাম রিপন, ফারুক আহাম্মেদ রিপন, শরীফুল ইসলাম শিপলু, মনোয়ার হোসেন শোখন,
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, অহিদুল ইসলাম ছক্কু, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক সালেহ মোহাম্মদ দিপু, বিএনপি নেতা সরকার আলম, আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, গোগনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. লিমন,
মুছাপুর ইউনিয়ন বিএনপি নেতা ইব্রাহিম, মদনপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. কাবিল হোসেন, আমজাদ হোসেন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন,
সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুব হাসান জুলহাস, মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক, মহানগর মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদা খাতুন, সাংগঠনিক সম্পাদক ডলি আহমেদ, কৃষক দলের মহিলা বিষয়ক সম্পাদক খোরশেদা আলম লিপি খন্দকার, বন্দর থানা শ্রমিক দলের সভাপতি আব্দুল আহাদ লিটন, সাবেক ছাত্রনেতা নেতা পারভেজ মল্লিকসহ প্রমুখ।
Leave a Reply