রবিবার, ৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
প্রবীণদের অভিজ্ঞতা আর তরুণদের উদ্যম, এই দুই মিলে আমরা পরিকল্পিত নগর গড়তে চাই: মাসুদুজ্জামান বন্দরে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ মহানগর বিএনপির রূপগঞ্জে এক প্রবাসী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার  ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ী অপহরণ, ৯ ঘন্টা পর উদ্ধার  বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চাই,যেনো আর কোনো মায়ের বুক খালি না হয়: জেলা প্রশাসক  ফ্যাসিস্ট আমলের নির্বাচন কমিশনের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি: এড.আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনের পুনর্নির্ধারণ নিয়ে রাজনীতিবিদ মাসুদুজ্জামানের ক্ষুব্ধ প্রতিক্রিয়া  সাবেক কাউন্সিলর ইকবালের শাশুড়ীর রুহের মাগফেরাত কামনায় দোয়া তারা ‘মব জাস্টিস’-এর মাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছে: রফিউর রাব্বি জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মনোনয়ন দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা

তারা ‘মব জাস্টিস’-এর মাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছে: রফিউর রাব্বি

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে সেমিনারের আয়োজন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। সংগঠনের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সঞ্চালনা করেন ধীমান সাহা জুয়েল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক, সমাজচিন্তক ও সংস্কৃতিজন রফিউর রাব্বি।

প্রবন্ধ উপস্থাপনকালে রফিউর রাব্বি বলেন, জুলাই আন্দোলনটি শুরু হয়েছিল কোটা সংস্কারের দাবিতে, তবে খুব অল্প সময়েই এটি রাজনৈতিক রূপ ধারণ করে। ধর্ম, বর্ণ, লিঙ্গ, শ্রেণি নির্বিশেষে এ আন্দোলনে যুক্ত হয় সাধারণ মানুষ। হিন্দু-মুসলিম-বৌদ্ধ, সমতল-পাহাড়ি, রিকশাচালক, ফেরিওয়ালা, শ্রমিক, শিক্ষার্থী, মাদ্রাসার ছাত্র—সবাই রাজপথে ছিল বৈষম্যের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, ৩৬ জুলাইয়ের মতো একটি দীর্ঘ, ঐতিহাসিক সময় পেরিয়ে এ অভ্যুত্থান ঘটে। কিন্তু ৫ আগস্টের পরিবর্তনের পর রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে অভ্যুত্থানের ‘মালিকানা’ নিয়ে টানাটানি শুরু হয়। যেমনটি ঘটেছিল মুক্তিযুদ্ধের ইতিহাসকে ঘিরে। কিন্তু যদি আমরা অভ্যুত্থানের শহীদদের পরিসংখ্যান দেখি, তাহলেই শ্রেণিভিত্তিক চরিত্রটি উপলব্ধি করতে পারি।

রফিউর রাব্বি অভিযোগ করে বলেন, বর্তমানে জাতীয়তাবাদী শূন্যতার সুযোগে ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীগুলো সমাজে ফ্যাসিবাদের জায়গা নিতে মরিয়া হয়ে উঠেছে। তারা ‘মব জাস্টিস’-এর মাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছে। সংখ্যালঘু, সুফি, বাউল, আহমদিয়া সম্প্রদায়, মাজার, মন্দির, সাংস্কৃতিক অনুষ্ঠান—সবকিছুই তাদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে। নারীদের ওপর হেনস্তা, অপমান এবং হেফাজতের কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক পরিবেশকে অস্থির করে তুলেছে। অথচ অন্তর্বর্তী সরকার শুধু আশ্বাস দিয়েই থেমে আছে, কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।

তিনি বলেন, এই আন্দোলনের মূল আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশ। কিন্তু ৫ আগস্টের পর সাধারণ মানুষ যে আশায় রাজপথে নেমেছিল, তারা এখন আশাহত। শ্রমিকরা দমন-পীড়নের শিকার হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, একজন গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন—এটাই চব্বিশের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বাস্তবতা।

সেমিনারে আরও বক্তব্য রাখেন রথীন চক্রবর্তী, ভবানী শংকর রায়, জাহিদুল হক দীপু, অমল আকাশ, রহমান সিদ্দিক, জাকির হোসেন, দুলাল সাহা, দিনা তাজরীন প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।