নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২” কার্যক্রমের আওতায় নারায়ণগঞ্জ জেলার ছয়টি থানা এলাকা থেকে ১৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলা ও সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে সদর মডেল থানা এলাকা থেকে ৩ জন, ফতুল্লা থানা থেকে ২ জন, সিদ্ধিরগঞ্জ থানা থেকে ৯ জন, বন্দর থানা থেকে ৩ জন, সোনারগাঁ থানা থেকে ১ জন এবং রূপগঞ্জ থানা থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া জেলার সাতটি থানার অধীনে পরিচালিত সাতটি চেকপোস্টে ১৭৬টি যানবাহন ও ৩৪৩টি মোটরসাইকেল তল্লাশি করা হয়। ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে (ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস, রুট পারমিটসহ) দুইটি প্রসিকিউশন দায়ের করা হয়েছে।
ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার মো. রতন প্রধান (৪০) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৮ নম্বর ওয়ার্ডের শহিদনগর এলাকার কাদির প্রধান ছেলে, আরিফুল হক ফাহিম (৩৮) দেওভোগ পাক্কা রোড এলাকার সেলিম রেজার ছেলে এবং সহিদুল ইসলাম (৪৫) শহরের গলাচিপা এলাকার মৃত মানিক মিয়া ছেলে।
একই অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তার মো. রমিজ উদ্দিন ঢালী (৫৯) মধ্য ধর্মগঞ্জ এলাকার মৃত সমির উদ্দিন ঢালীর ছেলে এবং মহাসিন সিপাহি (৪৫) কুতুবপুর লালখা এলাকার রশিদ মেম্বারের ছেলে।
এ অভিযানে সবচেয়ে বেশি সংখ্যক ৯ জনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তার মো. আরিফ মাহমুদ (৩০) নয়াআটি মুক্তিনগর এলাকার মিয়াজ উদ্দিনের ছেলে, মো. সাজু (৩১) আদমজী বিহারী কলোনীর মো. সাহাবুদ্দিনের ছেলে, মনিরুল ইসলাম রাসেল (৪৫) কদমতলী কলেজ এলাকার মৃত আ. করিম মিয়ার ছেলে, মোখলেছুর রহমান (৫৮) জালকুড়ি পশ্চিম পাড়া মৃত রফিকুল ইসলামের ছেলে, মো. আবুল হোসেন (৫৪) মিজমিজি দক্ষিণপাড়ার মৃত আব্দুর রশিদ, হাবিবুর রহমান তানভীর (২১) একই এলাকার মনির হোসেনের ছেলে, মো. শাহিন (৩২) আটি অবদা কলোনীর ছাদেকের ছেলে, মো. তাজুল ইসলাম সুনামগঞ্জের ধর্মপাশা এলাকার মৃত আ. করিমের ছেলে এবং মো. আক্তার হোসেন (২৭) বাগমারা এলাকার মৃত সেলিম মিয়া ছেলে।
এ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তার সাইদুল ইসিলাম (৩৫) মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফনকুল গ্রামের মো. জাকির হোসেনের ছেলে, মিজান মেম্বার (৪৬) তিনগাঁও ভদ্রাসনের মৃত কাশেমের ছেলে এবং সুফল চন্দ্র দাস (২১) পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার কাশি চন্দ্র দাসের ছেলে।
এ অভিযানে রূপগঞ্জ থেকে ইছাপুরের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মোমেন মোল্লাকে (৫২) গ্রেপ্তার করে পুলিশ।
সোনারগাঁ থেকে চিলারবাগ গ্রামের আ. খালেকের ছেলে মো. রাসেলের (৪০) ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ।
Leave a Reply