বুধবার, ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে শব্দদূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৩ টি যানবাহনকে জরিমানা  জোট প্রার্থী হিসেবে মনির হোসেন কাসেমীর নাম ঘোষণার পর নেতাকর্মীদের নিয়ে শোডাউন  সিদ্ধিরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীর দোকানে আগুন মহান বিজয় দিবস উপলক্ষে ফতুল্লা প্রেস ক্লাবে আলোচনা সভা ও পিঠা উৎসব অনুষ্ঠিত প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন  তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মাসুদুজ্জামানের দোয়া নারায়ণগঞ্জ- ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ  গণমাধ্যমে হামলা ও সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ ডেবিল হান্ট অভিযানে পরিবহন সন্ত্রাসী হাজী রিপনসহ ৩ জন গ্রেপ্তার  ডেবিল হান্ট অভিযানে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ৮ জন গ্রেপ্তার 

জোট প্রার্থী হিসেবে মনির হোসেন কাসেমীর নাম ঘোষণার পর নেতাকর্মীদের নিয়ে শোডাউন 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বিএনপির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে নারায়ণগঞ্জ-৪ আসনে জোট প্রার্থী হিসেবে মুফতি মনির হোসেন কাসেমীর নাম ঘোষণার পর নেতাকর্মীদের নিয়ে মোটরবাইক শোডাউন করেছেন তিনি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে মোটরবাইক শোডাউন শুরু হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে ঢাকা সংযোগ সড়ক প্রদক্ষিণ করে। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।

শোডাউনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুফতি মনির হোসেন কাসেমী বলেন, নারায়ণগঞ্জ-৪ আসন নিয়ে সব ধরনের জল্পনা-কল্পনার অবসান হয়েছে। আমরা প্রত্যাশা করি ধানের শীষ ও খেজুর গাছের বিজয় আসবে। এটি হবে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামের বিজয়। এই আসনে বিভক্তির কোনো প্রশ্ন নেই। বিএনপির সব স্থানীয় নেতৃবৃন্দের দোয়া ও সমর্থন নিয়ে আমরা মাঠে নামবো এবং ভোটারদের কাছে পৌঁছাবো ইনশাআল্লাহ।

কোনো প্রার্থীর চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চ্যালেঞ্জের কোনো প্রশ্নই আসে না। যত বড় প্রার্থীই হোক না কেন, বিএনপির ধানের শীষ ও জমিয়তের খেজুর গাছের সামনে কাউকেই প্রতিদ্বন্দ্বিতার উপযুক্ত মনে করি না।

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে দল ব্যবস্থা নেবে কি না—এমন প্রশ্নে কাসেমী বলেন, গণতান্ত্রিক দেশে যেকোনো নাগরিক স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারেন। সেই অধিকারকে সম্মান করা হয়। তবে দলের শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সিদ্ধান্ত দল নেবে।

এ সময় জমিয়তে উলামায়ে ইসলামের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা শোডাউনে অংশ নেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নারায়ণগঞ্জ-৪ আসনের জোট প্রার্থী হিসেবে মুফতি মনির হোসেন কাসেমীর নাম ঘোষণা করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।