মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মাসুদুজ্জামানের দোয়া নারায়ণগঞ্জ- ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ  গণমাধ্যমে হামলা ও সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ ডেবিল হান্ট অভিযানে পরিবহন সন্ত্রাসী হাজী রিপনসহ ৩ জন গ্রেপ্তার  ডেবিল হান্ট অভিযানে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ৮ জন গ্রেপ্তার  শিশু আলিফার মৃত্যু, গালে আঘাতের চিহ্ন মানুষের নখের  যে কোনো মূল্যে আমরা সড়ককে সুরক্ষিত করবো: ডিসি নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের সহযোগী ও মাদক ব্যবসায়ী আরমান গ্রেপ্তার  চাষাড়ায় রাসেল গার্মেন্টসের শ্রমিকদের বিক্ষোভ, প্রশাসনের আহ্বানে স্থান ত্যাগ নারায়ণগঞ্জে মাসুদুজ্জামানের নেতৃত্বে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার গণসংযোগ

চাষাড়ায় রাসেল গার্মেন্টসের শ্রমিকদের বিক্ষোভ, প্রশাসনের আহ্বানে স্থান ত্যাগ

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জে রাসেল গার্মেন্টসের শ্রমিক ছাঁটাই বন্ধ, কারখানার জিএমের পদত্যাগসহ ১৯ দফা দাবিতে চাষাঢ়া বিজয়স্তম্ভ এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত টানা তিন ঘণ্টা সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এতে চাষাঢ়া এলাকায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে।

পরে সেনাবাহিনী, পুলিশ ও  প্রশাসনের কর্মকর্তাদের আহ্বানে আন্দোলনকারী শ্রমিকরা চাষাঢ়া এলাকা ত্যাগ করেন।

আন্দোলনে অংশ নেওয়া শ্রমিক আকবর হোসেন বলেন, “আমাদের ছাঁটাই বন্ধ করতে হবে এবং জিএমকে পদত্যাগ করতে হবে। আমরা বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিলেও শ্রমিকদের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।”

আরেক শ্রমিক মোসা. পারভিন জানান, গত ১৮ ডিসেম্বর সকালে কাজে এসে শ্রমিকরা জানতে পারেন, কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে। এরপর থেকেই তারা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছেন।

শ্রমিকরা অভিযোগ করেন, রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কারখানা খুলে দেওয়া ও জিএমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। সে সময় বিকেলে সমাধানের আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে চাষাঢ়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বলে জানান তারা।

এ সময় সেনাবাহিনীর মেজর আয়াজ আব্দুল্লাহ শ্রমিকদের উদ্দেশে বলেন, “আপনারা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করুন এবং শান্ত থাকুন। দিনশেষে আমরা সবাই এই দেশের নাগরিক। রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি হলে সাধারণ মানুষ কষ্ট পায়। তাই আপনারা রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।”

বিক্ষোভকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল এবং গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সভাপতি দুলাল সাহা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।