রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে খাজা গরীবে নেওয়াজ মইনুদ্দিন চিশতী (র.) স্মরণে মিলাদ মাহফিল ও দোয়া নাঃগঞ্জ ফতুল্লা’য় ট্রাস্ট ওয়েলফেয়ারের উদ্যোগে ৩ শতাধিক শীতবস্ত্র বিতরণ জনগন আর কাউকে বিনা ভোটে ক্ষমতায় বসতে দেবে না: সাখাওয়াত হোসেন  সোনারগাঁয়ে ইয়াবা গাঁজাসহ ২ জন আটক যারা পালাতে পারেন নি, এখনো এলাকায় আছেন, শান্তিতে বসবাস করেন: মামুন মাহমুদ  সিদ্ধিরগঞ্জে তরুণ দলের সমাবেশে আরিফ মীরের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা আমাদের প্রতি নির্যাতনের জবাব হিংসায় নয়,৩১দফা বাস্তবায়নের মাধ্যমে দিতে চাই: আবু বকর সিদ্দিক লন্ডনের উদ্দেশ্য ঢাকার বিমানবন্দর ত্যাগ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ১৫ সিদ্ধিরগঞ্জে শেখ রেহেনা,জয়,পুতুল ও শামীম ওসমানসহ আরো ৩টি মামলা দায়ের

এই চোরেরা নারায়ণগঞ্জে কোনদিন দাঁড়াতে পারবে না: মুহাম্মদ গিয়াসউদ্দিন

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যের প্রতিবাদে কুতুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে কুতুবপুরের নয়ামাটিতে কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেনের সভপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন। জনসমাবেশের সঞ্চালনায় ছিলেন ফতুল্লা থানার বিএনপির সাংগঠনিক সম্পাদক হাছান আলী। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী সুলতান মাহমুদ।

সমাবেশে গিয়াসউদ্দির বলেন, নারায়ণগঞ্জের যত রাজনৈতিক দল আছে, তাদের ভালো মানুষ দিয়ে সংগঠন গঠন করতে হবে ও ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে । রাজনৈতিক দল একটি এলাকায় সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, কালচারাল প্রতিষ্ঠান, ক্রীড়াবিদদের প্রতিষ্ঠান। এই সকল প্রতিষ্ঠানে যখন যোগ্য নেতৃত্ব, গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করতে হবে। তখন নারায়ণগঞ্জ জেগে উঠবে, এই জেলার উন্নয়ন হবে। স্বৈরাচারী সরকার শিক্ষা কে ধ্বংস করে দিয়ে গেছে। ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি করণ করা হয়েছে। সমস্ত জায়গায় দলের অযোগ্য ব্যক্তিদের দিয়ে, খারাপ মানুষদের দিয়ে নেতৃত্ব দেওয়া হয়েছে। কোন ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান যেন রাজনীতিবিদদের কবলে যেতে না পারে। সব জায়গাতে উপযুক্ত যোগ্য ও ভালো মানুষদের নেতৃত্ব দিতে হবে। যেখানে রাজনৈতিক এগুলো হটিয়ে দিতে হবে। মসজিদে যায় না নামাজ পড়ে না তাদেরকে যদি মসজিদ কমিটির নেতা বানিয়ে দেই, সেই মসজিদ ভালোভাবে চলবে না। যারা ঈমানদার পরহেজগার তাদেরকে দিয়ে মসজিদ কমিটি করতে হবে। যারা শিক্ষিত তাদেরকে দিয়ে স্কুল-কলেজের নেতৃত্ব দিতে হবে। চোরের দল নিজের লোকদের দিয়ে বিভিন্ন সংগঠনের লুটপাট চালিয়েছেন। যারা এখনো রয়ে গেছে তাদেরকে বিতাড়িত করতে হবে। নারায়ণগঞ্জে গুলোর মধ্যে পড়ে ইউনিয়ন সবচেয়ে বড়, এতে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি। আগামীতে রাজনৈতিক দিক দিয়ে ও উন্নতির দিক দিয়ে কুতুবপুর ইউনিয়নকে প্রাধান্য দেওয়া হবে।

বিএনপি নেতাকর্মীদের হুঁশিয়ার করে তিনি বলেন, স্বৈরাচারের যারা দোসর ছিল তাদেরকে কোন অবস্থায় সমাজে ঠাই দেওয়া যাবে না। আমার দলের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে বলবো, আপনারা যদি আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী,ঘুষ-উৎকোচের বিনিময়ে তাদেরকে আপনাদের সাথে নেন, তাহলে আপনাদেরকে রেহাই করা হবে না। তারা অন্যায় করেছে, তাদেরকে শাস্তি পেতে হবে। তারা অন্যায় করে মানুষের কাছে ক্ষমাপ্রার্থনা করা নাই। স্বৈরাচারী হাসিনা এখনো ষড়যন্ত্র করছে। শেখ হাসিনা নিজে শেষ হয় নাই, তার পরিবার শেষ হয় নাই, নিজের বাপ মাকে শেষ করে নাই। শেখ হাসিনা শেষ করে গেছে বাংলাদেশকে। শেষ করে গেছে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীকে শেষ করে গেছে। শেখ হাসিনার প্ররোচনায় যারা কাজ করবে তাদেরকে ভেঙে ভেবে দেখতে হবে আগামী দিন তাদের কি হবে। আমার মনে হয় এত বোকামি করা ঠিক হবে না। বাংলাদেশের মাটিতে শেখ পরিবারের রাজনীতি করার আর সুযোগ নাই। তারা এ দেশের সম্পদ চুরি করেছে লুট করেছে। এই পরিবার হচ্ছে একটা চোর পরিবার। এ পরিবার আবার কিভাবে বাংলাদেশে আসবে রাজনীতি করতে। নারায়ণগঞ্জসহ সারাদেশে এ পরিবারের সাথে যারা জড়িত ছিল তাদের কাউকে নেতা বলা যাবে না। তাদেরকে চোর বলতে হবে। এই চোরেরা নারায়ণগঞ্জে কোনদিন দাঁড়াতে পারবে না। জনগণ তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। তাই ক্ষোভে তারা এখন জনগণের বিরুদ্ধে কাজ করছে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসকুল ইসলাম রাজিব, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূঁইয়া, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাইনুল হোসেন রতন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এড. খন্দকার আকতার হোসেন, জাতীয়দাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জিএম সাদরিল প্রমূখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।