শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
হাদির মতো যদি আমিও দলের জন্য শহীদ হতাম: এটিএম কামাল  জনতার অনুরোধে সিদ্ধান্ত পরিবর্তন করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন মাসুদুজ্জামান  ডেভিল হান্ট’র তৃতীয় দিনের অভিযানে নারায়ণগঞ্জে ১৫ জন গ্রেপ্তার  বন্দরে স্ত্রীকে পেট্রোল  ঢেলে হত্যা চেষ্টা,স্বামী আটক পথ আটকিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে ওসমান পরিবারের গ্রেপ্তার দাবি মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি রবিউল গ্রেপ্তার  আড়াইহাজারে আওয়ামীলীগের সাবেক চেয়ারম্যান আজিজুর মোল্লা গ্রেপ্তার  নারায়ণগঞ্জে যিনি নির্বাচন করবেন না, সেটা তার ব্যক্তিগত ইচ্ছা: স্বরাষ্ট্র উপদেষ্টা ডেভিল হান্ট অভিযানে নারায়ণগঞ্জে ১৯ জন গ্রেপ্তার  সাতখুনের আসামি নুর হোসেনের ভাই সেলিমকে গ্রেপ্তার 

আলোচিত জুবায়ের হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জে আলোচিত হকার জুবায়ের হত্যা মামলায় আদালত ৪ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে । মঙ্গলবার (৬ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।

এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ইকবাল হোসেন (৩৩), মো. স্বপন (৪৫), সায়মন ওরফে ইউনুস মিয়া (২২) এবং আনোয়ার হোসেন সানি (২৩)। একইসাথে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, রাসেল হোসেন (২৩) ও হাসান আল মামুন (১৮)।

নিহত হকার জুবায়ের হলেন ফতুল্লার উত্তর মাসদাইরের বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে।

এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি রাসেল হোসেন পলাতক থাকলেও বাকিরা আদালতে উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০২১ সালের ১৪ অক্টোবর বিকেলে শহরের সাধু পৌলের গির্জার সামনে সাদেকের জুতার দোকানে কাজ করছিলেন জুবায়ের। ফুটপাতে দোকান বসানো নিয়ে হকার স্বপনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে স্বপন তাকে বলাকা পেট্রোল পাম্পের সামনে নিয়ে মারধর শুরু করে। পরে ইকবাল পাশের দোকান থেকে ধারালো ছুরি এনে জুবায়েরকে কুপিয়ে জখম করে। অন্যান্য আসামিরাও তাকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়।স্থানীয়রা জুবায়েরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর জুবায়েরের মা মুক্তা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ইকবালসহ আটজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতপরিচয় আরও পাঁচজনকে আসামি করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।