বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
শুরু হতে যাচ্ছে এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা ত্বকীর মতো শিশু বাচ্চাকে হত্যা করেছে, অনেক মায়ের বুক খালি করেছে তারা: গিয়াসউদ্দিন  ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করেছেন দক্ষিণ কোরিয়ার ২৫ সদস্যের প্রতিনিধিদল রূপগঞ্জে পোশাক শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মী হত্যার ঘটনায় এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড  নারায়ণগঞ্জের মানুষের আস্থা, বিশ্বাস এবং ভরসা এই কমিটির ওপর অনেকখানি বৃদ্ধি পেয়েছে: মামুন মাহমুদ  বিকেএমইএ নির্বাচনে অংশ নিতে ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা আলী রেজা রিপনের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ এর শোক গাজায় ইসরায়েলীদের নৃশংস গণহত্যার প্রতিবাদে মহানগরী জামায়াতের বিক্ষোভ  ক্ষমতায় থাকি কিংবা ক্ষমতার বাহিরে থাকি, এলাকার উন্নয়নে কাজ করতে চাই: গিয়াসউদ্দিন 

আনন্দ উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে আমরা ৯৭ নারায়ণগঞ্জের আত্মপ্রকাশ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

স্টাফ রিপোর্টারঃ শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে আনন্দ উৎসব করে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্কুলের এসএসসি ব্যাচ ৯৭ এর শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী প্লাটফর্ম হিসেবে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করলো আমরা ৯৭ নারায়ণগঞ্জ।

নারায়ণগঞ্জ শহরের শেখ রাসেল নগর পার্কে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বেলুন উড়িয়ে সেতু বন্ধনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমরা ৯৭ নারায়ণগঞ্জ এর প্রতিষ্ঠাতা মোঃ সাজ্জাদ হোসেন, এড. রাশেদ ভূইয়া, এমএ মান্নান ভূঁইয়া, সানোয়ার কবির নিতু ও মাসুম আহম্মেদের সমন্বয়ে গত ২৭ ডিসেম্বর আনন্দ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ব্যাচ ৯৭ বন্ধুদের স্ব-পরিবারে মিলনমেলা ঘটে। আনন্দ বিনোদনে ভরপুর আড্ডায় মেতে উঠে সবাই। সৃজনশীল বন্ধু আনন্দ, রিমু, নাসরিন, বাপ্পী ও মান্নান ভূঁইয়ার সাবলীল সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ ইকবাল হোসেন। অনুষ্ঠানে থিম সং পরিবেশন করেন ইমাম হোসেন বাপ্পী ও সঙ্গীত পরিবেশন করেন লিটন গাঙ্গুলি ও শহর বাউল জন সহ অন্যান্য শিল্পীরা। এদিকে চারুকলা প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ইফতেখারুল প্রিন্স, ফারজানা মিষ্টি ও মানছুরা আক্তার লুনার তত্ত্বাবধানে বিচারক ছিলেন নারায়ণগঞ্জ চারুকলা ইনসটিটিউটের অধ্যক্ষ মোঃ সামসুল আলম আজাদ, সহকারী অধ্যাপক শহীদ আহম্মেদ মিঠু ও নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের প্রকৌশলী আসিফুর রহমান। অনুষ্ঠান বাস্তবায়নে অর্থ উপ কমিটির শাকিল, আপ্যায়ন কমিটির নুরুল হুদা মহব্বত, ফজলু, কাদের, শামীম, নিয়ম শৃঙ্খলা রক্ষায় মাহাবুব জয়, সাজসজ্জায় সবুজ সাহা এবং সামগ্রিক পর্যাবেক্ষনে ছিলেন তোফাজ্জল হোসেন, সামছুল আলম, শরিফুল সহ বিভিন্ন উপ কমিটির সদস্যরা আন্তরিক মহানুভবতায় আনন্দ উৎসব স্বার্থক ও সুন্দর করে তুলেছেন। অনুষ্ঠানে মিডিয়া ব্যক্তিত্ব ফরিদ আহম্মেদ বাঁধন, মাজহারুল ইসলাম, জিয়াউর রহমান সহ অন্যান্য গুণী বন্ধুরা শুভেচ্ছা বিনিময় করে মানবিক বক্তব্য উপস্থাপন করেন। নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ব্যাচ ৯৭ বন্ধুরা উচ্ছ্বাসে উজ্জীবিত হয়ে একে অপরের সহযোগিতার মনোভাবে পুরোনো দিনের স্মৃতিচারণ করেন এবং পরিবারের বউ বাচ্চাসহ মা-বাবাকে অনুষ্ঠান স্থলে শুভেচ্ছা উপহারের মাধ্যমে সম্মানীত করায় সকলেই আত্মহারা হয়ে যায়। ৯৭ পরিবারের সন্তানদের এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা স্মারক এবং খেলোয়ারদের সংবর্ধনা প্রদান করা হয়। সেই সাথে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও উপস্থিত সবার জন্য র‌্যাফেল ড্র করে বিজয়ীদের হাতে ১০টি পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে শিশু কিশোরদের কোরআন পাঠ, ছড়া, কবিতা ও গজল পরিবেশন করা হয়। আমরা ৯৭ নারায়ণগঞ্জের প্রায় ৫ শতাধিক সদস্য পরিবারের এই আয়োজনে বিকেলের নাস্তা চটপটি, চিতইপিঠা ভাপাপিঠা, কফি ও রাতে খাবার পরিবেশন করা হয়। এ সময় আনুষ্ঠানিক বিদায় বেলায় সকল বন্ধুরা এডমিন প্যানেল ও আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পরবর্তী আয়োজনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।