বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে আমরা সকলে মিলেমিশে কাজ যাবো: অ্যাড. সাখাওয়াত  যুবদলের নেতা সাহেদকে নিয়ে ষড়যন্ত্র ও মিথ্যা সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন সজল মুসাপুরে মাসুদুজ্জামান মাসুদের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ  বন্দরে বিপুল পরিমাণ মাদকসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার  কিছু রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপিকে নিয়ে নানা প্রোপাগান্ডা ছড়াচ্ছে: রাজীব নারায়ণগঞ্জের মানুষ আমার পাশে আছে: আবু জাফর আহমেদ বাবুল  বিএনপি ক্ষমতায় আসলে আর কোনো মা-বোনকে নির্যাতিত হতে হবে না: মান্নান জনগণের সচেতনতা বাড়াতে হবে,তাহলে আমরা সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সক্ষম হবো:ডিসি আমাদের সন্তানরা মানবিক মানুষ হতে না পারলে ভালো রেজাল্ট কাজে আসবে না: জাহিদুল ইসলাম  ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ, সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন এবং জনগণের সচেতনতা বাড়াতে হবে: ডিসি 

আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী শ্যুটার মাসুদকে বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১১

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জের আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী শ্যুটার মাসুদকে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে আদমজীতে র‌্যাব-১১ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এইচএম সাজ্জাদ হোসেন।

তিনি জানান, শ্যুটার মাসুদকে রোববার রাত সাড়ে ৭টার দিকে সোনারগাঁ উপজেলার পেরাব এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ৫৮ পিস ইয়াবা ও ২ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।

গত ২৭ জুলাই সোনারগাঁয়ের নোয়ার্দ্দা বাবুবাজার এলাকায় কাপড় ব্যবসায়ী রাকিবকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় মাসুদ নিজ কোমর থেকে পিস্তল বের করে রাকিবকে লক্ষ্য করে টানা দু’টি গুলি করেন।

র‌্যাব জানায়, মাসুদ তার বাহিনী নিয়ে সোনারগাঁও ও আড়াইহাজার এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও মাদক ব্যবসায় জড়িত ছিল। স্থানীয় এলাকায় অস্ত্রের শোডাউন দেখিয়ে তিনি আতঙ্ক সৃষ্টি করতেন।

তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা, তিনটি হত্যা চেষ্টা, একটি নাশকতা, একটি ডাকাতি ও একটি মাদক মামলা অন্তর্ভুক্ত।

র‌্যাব-১১ বলছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়াও গত ৩ সেপ্টেম্বর একই গ্রুপের আরেক শীর্ষ সন্ত্রাসী শ্যুটার রিয়াজকে সিলেট জেলার গোয়াইনঘাট এলাকা হতে গ্রেপ্তার করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।