রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদ মাসুদুজ্জামান মাসুদে পক্ষে বিক্ষোভ মিছিল সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের সামনে তুলে ধরা উচিত এতে কোনো লুকোচুরির কিছু নেই: ডিসি  পরিবেশবান্ধব শহর হিসেবে নারায়ণগঞ্জকে গড়ে তোলার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে : ডিসি শহীদদের স্মরণে “এক শহীদ এক বৃক্ষ” কর্মসূচি বাস্তবায়নে উদ্বোধন  সিদ্ধিরগঞ্জে নাসিক ৮ নং ওয়ার্ডে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার  তারেক রহমানের বিরুদ্ধে কথা বলার আগে সকল রাজনৈতিক দলকে ভেবেচিন্তে বলার আহবান জানান: সাদরিল  অপপ্রচারের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপি বিক্ষোভ মিছিল বহিঃশক্তি পতিত ফ্যাসিস্টদের নানা ভাবে উসকানি দিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে: জোনায়েদ সাকি  শহরে শহীদদের স্মরণে মহানগর বিএনপির মৌন মিছিল জাতীয় সমাবেশ সফল করতে নারায়ণগঞ্জ শহরে জামায়েত ইসলামীর বিশাল শোডাউন

শহীদদের স্মরণে “এক শহীদ এক বৃক্ষ” কর্মসূচি বাস্তবায়নে উদ্বোধন 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ সদর হাজীগঞ্জ জুলাই শহীদদের স্মরণে প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ এর আয়োজনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ শহীদদের স্মরণে “এক শহীদ এক বৃক্ষ “কর্মসূচির বাস্তবায়ন করা হয়।

আজ শনিবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলার জুলাই গণঅভ্যুত্থানে ২১ জন শহীদ হয়েছিল। তাই ২১ জন শহীদের স্মৃতির স্মরণে ২১ টি বকুল বৃক্ষের চারা শহীদ পরিবারদের সাথে নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সহ রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে নিয়ে বকুল বৃক্ষের চারা রোপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আপনারা জানেন সারা দেশব্যাপী বন ও পরিবেশ মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের বাংলাদেশের সকল শহীদদের স্মরণে তাদের স্মৃতি রক্ষায় তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য জুলাই পুনঃজাগরণের অংশ হিসাবে দেশব্যাপী বৃক্ষরোপনের কর্মসূচির আয়োজন করা হয়েছে ।

তারই অংশ হিসাবে আমরা নারায়ণগঞ্জের ২১ জন শহীদদের স্মরণে ২১ টি বকুল বৃক্ষ রুপন করা হয়েছে আজ। তাদেরকে চির স্মরণীয় করে রাখতে, তাদের সেই জীবন উৎসর্গ করা ত্যাগকে স্মরণীয় করে রাখতে আমরা কাজ করে যাচ্ছি। বকুল গাছের বকুল ফুল সৌরভ ছড়াবে তাদের। দেশের জন্য যেই উদ্দেশ্যে তারা ব্যাগ করেছিল তাদের মহামূল্যবান জীবন। আমরা তাদের সেই উদ্দেশ্য বাস্তবায়ন করব এবং উপস্থিত সকল শহীদ পরিবারের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।

জুলাই শহীদ পরিবাররা বলেন জুলাই শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন এবং তা বাস্তবায়ন করে যাচ্ছেন তার জন্য সরকারের প্রতি অশেষ কৃতজ্ঞতা।

আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার প্রতি তিনি মাত্র চার দিনে অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের ভিতর প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ তৈরি করছেন যা বাংলাদেশের ভেতর চিরস্মরণীয় হয়ে থাকবে এই নারায়ণগঞ্জের নাম ।

তিনি সবসময় আমাদের খোঁজ খবর রাখেন ও বিপদে-আপদে পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন। তার প্রতি রইল আমাদের অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলমগীর হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাফর সাদিক চৌধুরী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুকুল ইসলাম রাজীব, বৈষম্য বিরোধী আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব জাবেদ আলম সহ অন্যান্য নেতা কর্মী, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম সুজন সহ জেলা প্রশাসনের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী সামাজিক সংগঠন ও স্থানীয় গণ্যমান্য মুরব্বিগণ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।