শুক্রবার, ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
চলতি নভেম্বর মাসের মধ্যেই সাংবাদিক সুরক্ষা আইন পাস হবে: : এ কে এম আব্দুল হাকিম আড়াইহাজারে ‘জয়বাংলাা আওয়ামীগ-বিএনপির হামলা ও ভাঙচুর, আহত ৭ শেখ হাসিনা বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন: এড. সাখাওয়াত  সাবেক কাউন্সিলর খোরশেদকে সঙ্গে নিয়ে ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামানের গণসংযোগ  এড. টিপু’র কাছে ঐক্যের বার্তা নিয়ে সৌজন্যে সাক্ষাৎ করেন বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান  সিদ্ধিরগঞ্জে মল্লিক ফুট কারখানায় অভিযান,৪৬০ কার্টন খাদ্যপন্য জব্দ নারায়ণগঞ্জের মানবিক ডিসি জাহিদুল চট্টগ্রামে বদলী, আসছেন মোঃ রায়হান কবির খানপুরে নিরাপত্তাকর্মী হানিফ হত্যা মামলার অন্যতম আসামী রাহাত গ্রেপ্তার   আওয়ামীলীগের নাশকতা এড়াতে র‍্যাব-১১’র বিশেষ অভিযানে তল্লাশি  সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ আওয়ামীলীগের ১৫ নেতাকর্মী আটক

এড. টিপু’র কাছে ঐক্যের বার্তা নিয়ে সৌজন্যে সাক্ষাৎ করেন বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে শহরের আমলাপাড়া এলাকায় টিপুর বাসভবনে এ সাক্ষাৎ হয়। এসময় তারা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন।

সাক্ষাৎ শেষে বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান বলেন, “দলের পক্ষ থেকে নির্দেশনা আছে—যারা নমিনেশন চেয়েছেন এবং যাদের দেওয়া হয়নি, তাদের প্রত্যেকের সঙ্গে দেখা করে আলোচনা করার। সেই ধারাবাহিকতায় আজ টিপু ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি মহানগর বিএনপির দীর্ঘদিনের নিবেদিত নেতা, যিনি হামলা, মামলা ও নির্যাতনের মধ্যে থেকেও দলকে ধরে রেখেছেন। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “এই সাক্ষাৎ কেবল সৌজন্যমূলক নয়, এটি ঐক্যের সাক্ষাৎ। আমরা সবাই এক জায়গায় আছি এবং দিকনির্দেশনা নিতে এসেছি। টিপু ভাইও বলেছেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

এ সময় মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “দল যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেই পক্ষে আছি। বিএনপির চূড়ান্ত প্রার্থী যিনি হবেন, আমরা তাঁর পক্ষেই মাঠে কাজ করব। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জে রাজপথের আন্দোলন অব্যাহত রাখতে হবে। আমাদের প্রতিটি কাজ হবে তারেক রহমান ও খালেদা জিয়ার নির্দেশে। বিএনপির ঐক্যই হবে আগামী নির্বাচনের মূল শক্তি।”

টিপু বলেন, “ওসমান পরিবারের কোনো দালাল বা দোসরের সঙ্গে আপস করা যাবে না। তারা নারায়ণগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারির শহরে পরিণত করেছে। এই গডফাদার রাজনীতি থেকে শহরকে মুক্ত করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন অনু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।