নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জে এক বৃদ্ধের অর্ধ-গলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) দুপুরে সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের গোদনাইল চৌধুরীবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন আর.কে. গার্মেন্টসের পশ্চিম পাশের ‘ইয়া রাজ্জাক আয়রন স্টোর’ নামক একটি ভাঙ্গারি রডের দোকানের ভেতরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দোকানটি ভেতর থেকে তালাবদ্ধ ছিল।
মৃত বৃদ্ধের নাম মো. শেখ আলম (৬৫)। তিনি ঢাকা জেলার দোহার থানার শেখ লেহাজ উদ্দিনের ছেলে। মৃত্যুর আগে তিনি নির্মাণ কাজের রডের চুরি বানানোর কাজ করতেন।
তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনূর আলম।
তিনি জানায়, দুপুরে দোকান থেকে দুর্গন্ধ ছড়ায়। স্থানীয়রা দোকানের শাটারের ফাঁকা দিয়ে উঁকি মেরে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে তালা ভেঙে মরদেহ উদ্ধার করে।
মরদেহ উদ্ধারকারী সিদ্ধিরগঞ্জ উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, মরদেহটিতে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, ৩-৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply