নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বন্দরে রাজিব(২৫) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে মাদক কারবারীরা। বুধবার রাতে দেওয়ানবাগ ছোটবাগ এলাকায় হযরত মেম্বারের বাড়ির সামনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত রাজিব, মদনপুর ইউপির দেওয়ানবাগ গ্রামের হোসেন মাতবরের ছেলে।
হত্যাকান্ডে অংশ নেওয়া মিরাজ, আয়াত ও মেহেদী নামে তিন মাদক কারবারি বাড়িতে অগ্নিসংযোগ করে উত্তেজিত গ্রামবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাজিব নিজ গ্রাম দেওয়ানবাগ থেকে পাশ্ববর্তী ছোটবাগ গ্রামে অবস্থান করেছে। এখবর পেয়ে রমজান আলীর ছেলে মিরাজ(২৪), মোস্তফা মিয়ার ছেলে আয়াত (২৫), বিউটি বেগমের ছেলে
মেহেদী (২৩) ও চাঁনপুরের কানা মতিনের ছেলে
জীবনের নেতৃত্বে ৭/৮ জন একত্রিত হয়ে রাত সাড়ে ৮ টার দিকে হযরত মেম্বারের বাড়ির সামনে রাজিবকে একা পেয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা নিশ্চিত করে তারা পালিয়ে যায়। এ হত্যাকান্ডের ঘটনায় জড়িত স্থানীয় মাদক কারবারি মিরাজ, মেহেদী ও আয়াতের বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ গ্রামবাসী।
এলাকাবাসী জানান, ৯ মাস আগে নিয়ে মাদক কারবারি মিরাজকে মেরে দুই পা ভেঙ্গে দিয়েছে রাজিব ও তার দলবল। এ ঘটনাকে কেন্দ্র করে রাজিবকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটিয়েছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম বলেন, নিজেদের দ্বন্দ্বে রাজিবকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।