নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি বাড়ি ঘিরে রেখেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। মঙ্গলবার (২ জুলাই) সকাল থেকেই পুলিশ ও এটিইউ সদস্য বাড়িটি ঘিরে রেখেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, নেত্রকোনা জেলার জঙ্গি ঘটনায় একজন নারীকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্য মতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বড়পা এলাকায় একটি বাড়ি ঘিরে রেখেছে এটিইউ সদস্যরা।
পুলিশ সুপার বলেন, এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। কিছু সময়ের মধ্যে অভিযান শুরু হবে বলেও তিনি উল্লেখ করেন।