নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
হোটেলে দুই ‘প্রেমিকের’ সঙ্গে স্ত্রীকে হাতেনাতে ধরে ফেলেছিলেন চিকিৎসক। স্ত্রীকে হোটেল থেকে টেনে বার করে জুতোপেটা করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ের।
স্থানীয় জানান, অনেক দিন ধরেই চিকিৎসক খবর পাচ্ছিলেন তার স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। কিন্তু কিছুতেই তিনি সেই তথ্যের প্রমাণ পাচ্ছিলেন না। উতপেতে ছিলেন স্ত্রীর কীর্তিকলাপ হাতেনাতে ধরার জন্য। শুক্রবার সেই সুযোগ এসে যায়। চিকিৎসক ঘনিষ্ঠদের কাছ থেকে খবর পান, তার স্ত্রী একটি হোটেলে প্রেমিকের সঙ্গে দেখা করতে গেছেন।
এই খবর শুনেই অগ্নিশর্মা হয়ে ওঠেন চিকিৎসক। সদলবলে হোটেলে গিয়ে হাজির হন। স্ত্রীকে সেখান থেকেই দুই ‘প্রেমিকের’ সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন। তার পরই স্ত্রী এবং তার দুই ‘প্রেমিক’কে টানতে টানতে হোটেলের বাইরে নিয়ে আসেন। তার পর চলে বেধড়ক মারধর। স্ত্রী এবং তার ‘প্রেমিকদের’ জুতোপেটা করেন চিকিৎসক ও তার পরিবারের সদস্যরা।
এই ঘটনা যখন ঘটছে, হোটেল থেকেই পুলিশকে খবর দেয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে চিকিৎসকের স্ত্রী এবং তার দুই ‘প্রেমিক’কে আটক করে।
পুলিশ জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে গেলো দুবছর ধরে ঝামেলা চলছিল। ফলে তারা আলাদা থাকা শুরু করেন। চিকিৎসকের স্ত্রী কাসগঞ্জের সরকারি হাসপাতালে কাজ করেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
সুত্র: বায়ান্ন