প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৪:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২৫, ৭:০১ অপরাহ্ণ
হত্যা মামলার আসামি শামীম ওসমানের ব্যবসায়ীক পার্টনার সেই নিয়াজ উদ্দিন গ্রেফতার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বন্দরে বিশেষ ট্রাইবুনাল ও হত্যাসহ একাধিক মামলার আসামি নিয়াজ উদ্দিন আহমেদ (৫২)কে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার ১মার্চ দুপুরে বন্দরের আমিন আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়।
আটককৃত নিয়াজ উদ্দিন আহমেদ নবীগঞ্জ কামাল উদ্দিন মোড় এলাকার মৃত ইউসি মহিউদ্দিন আহমেদের ছেলে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় বিশেষ ট্রাইবুনালে মামলা রয়েছে।
জানা গেছে, নিয়াজ উদ্দিন আহমেদ ছিলেন শামীম ওসমানের ব্যবসায়ীক পার্টনার। এছাড়া সোনারগাও থানায় হেফাজত কর্মী হত্যা মামলা, সিদ্ধিরগঞ্জ থানা, ফতুল্লা থানায় ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের ও জমি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
এর আগে, নিয়াজ উদ্দিন আহমেদকে গ্রেফতার ও তার কবল হতে মসজিদের জায়গা রক্ষার জন্য এলাকাবাসী একাধিকবার মানববন্ধন, সাংবাদিক সম্মেলনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোন সুরয়া হয়নি।
বন্দরের নাসিক ২৪ নং ওর্য়াডের কামাল উদ্দিন মোড় এলাকার বিশেষ ট্রাইবুনাল, হত্যাসহ একাধিক মামলার আসামি নিয়াজ উদ্দিন আহমেদ (৫২)কে এলাকাবাসী আটক পূর্বক সোনারগাঁও থানায় হস্তান্তর করেন। শনিবার ১মার্চ দুপুরে বন্দরের আমিন আবাসিক এলাকা হতে নিয়াজ উদ্দিন আহমেদকে আটক পূর্বক সোনারগাঁও থানায় হস্তান্তর করেন। নবীগঞ্জ কামাল উদ্দিন মোড় এলাকার মৃত ইউসি মহিউদ্দিন আহমেদের ছেলে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় বিশেষ ট্রাইবুনালে মামলা রয়েছে। যে মামলায় নিয়াজ উদ্দিন আহমেদ ছিলেন শামীম ওসমানের ব্যবসায়ীক পার্টনার। এছাড়া সোনারগাও থানায় হেফাজত কর্মী হত্যা মামলা, সিদ্ধিরগঞ্জ থানা, ফতুল্লা থানায় ছাত্র জনতার বৈষম্যের বিরোধী আন্দোলনের ও জমি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
নিয়াজ উদ্দিন আহমেদকে গ্রেফতার ও তার কবল হতে মসজিদের জায়গা রক্ষার জন্য এলাকাবাসী একাধিকবার মানববন্ধন, সাংবাদিক সম্মেলনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোন সুরয়া হয়নি।
Copyright © 2025 news24narayanganj. All rights reserved.