স্টাফ রিপোর্টারঃ জাতীয় যুব দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ও উদ্যোক্তাদের নিয়ে ৬ নভেম্বর বুধবার দিনব্যাপী মানবতার গল্পের উৎসব করলো মানব কল্যাণ পরিষদ। আনন্দ বিনোদনের ভরপুর আড্ডায় নারায়ণগঞ্জ শহরের ব্লু পিয়ার রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এই জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়।
মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে মানবতার গল্পের উৎসবে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক, ই,আ,ম মাসুদ মজুমদার, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর প্রজিৎ কুমার ধর, জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মুহাম্মদ জামাল হোসাইন, জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার হামিদুল্লাহ মিয়া, শহর প্রকল্প সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব সহ অন্যান্য। সম্মানীত অতিথিরা বলেন, আলোকিত নারায়ণগঞ্জ গড়তে মানব কল্যাণ পরিষদের বিকল্প নেই। মানবিক কাজে উদাহরণ সৃষ্টি করেছে সংগঠনটি। যুবদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুব প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টিসহ বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তরুন সমাজকে গড়ে তুলছে। আমরা সবাই সংগঠনটির উত্তর উত্তর সফলতা কামনা করে সবসময় পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।
মানবিক উৎসবে মোঃ আরিফ খান মিঠুর পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন। অনুষ্ঠানে টাচ এন্ড গ্লো বিউটি পার্লারের পরিচালক রাখি আক্তারের সাবলীল উপস্থাপনায় সাংগঠনিক কর্মসূচী ও লক্ষ্য উদ্দেশ্য পাঠ করেন স্বেচ্ছাসেবক সদস্য ইলমা আক্তার মিতু। শুভেচ্ছা বক্তব্য রাখেন শহীদ শহীদুল্লাহ সাউদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মহসিন সাউদ, হাজীগঞ্জ ক্লাবের সহ-সভাপতি বদরুল হক, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের জেলা সভাপতি সরদার এম এ মহিন প্রমুখ।
উৎসবে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ক্রীড়াবিদ এস.এম. ইসরাফিলকে গুণীজন সম্মাননা এ্যাওয়ার্ড প্রদান করা হয় এবং শ্রেষ্ঠ সংগঠকের যুব পুরস্কারপ্রাপ্ত কাজি ইমরুল কায়েস, মোঃ নিজাম উদ্দিন সফল আত্মকর্মীর পুরস্কারপ্রাপ্ত পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও নারী উদ্যোক্তা বুবলী আক্তারকে সাংগঠনিক ভাবে সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মানবিক মূল্যবোধে জীবনের গল্প তুলে ধরেন নারী উদ্যোক্তা পারভীন আক্তার পান্না, শাওলীন আমিন খান রিফাহ, মোঃ জামান, আয়শা আক্তার, শিউলী বেগম এবং কবিতা আবৃত্তি করেন সবুজ রায় ও সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী হুমাইয়া জাহান ছোয়া, পপি সুলতানা ও পুথি পাঠ করেন খন্দকার পনির সহ অন্যান্য। মানবিক এই উৎসবে উপস্থিত সকলকে শুভেচ্ছা স্বরূপ বই উপহার দেওয়া হয়।