নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, জনসাধারণকে উন্নততর স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিত করতে কাজ করছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যসেবা ও তথ্য নিশ্চিত করতে স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধি, সঠিক সমন্বয় এবং স্বচ্ছতা জরুরি। জনগণের জন্য সহজে তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডিজিটাল ডিসপ্লে বোর্ড এর উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ কথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, উন্নত চিকিৎসার জন্য রোগীকে অন্য কোনো হাসপাতালে বা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে রেফার করার ক্ষেত্রে হয়রানি এড়াতে হবে। রেফারেল করার সময় রোগীর সম্পূর্ণ তথ্য, যেমন নাম, বয়স, ঠিকানা, রোগের ইতিহাস, পূর্বের চিকিৎসা এবং বর্তমান অবস্থার বিস্তারিত বিবরণ ভালোভাবে নথিভুক্ত করতে হবে। এর পাশাপাশি, রোগীকে এমন একটি স্থানে রেফার করতে হবে যেখানে সঠিক ও উন্নত মানের সেবা পাওয়া যায়। যদি কোনো নির্দিষ্ট হাসপাতালে যাওয়ার নির্দেশ থাকে, তাহলে সেখানকার নির্দিষ্ট বিভাগ ও বিশেষজ্ঞের নাম উল্লেখ করা উচিত। কিছু ক্ষেত্রে, রেফারেল প্রক্রিয়ার জন্য একটি আনুষ্ঠানিক পত্র বা ব্যবস্থা থাকা প্রয়োজন, যা রোগীকে হয়রানি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে রক্ষা করতে পারে।
নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ডিজিটাল ডিসপ্লে বোর্ডে আজ থেকে হাসপাতালের তথ্য ডিসপ্লে করা হবে। রোগীকে রেফার করলে তার সম্পর্কে বিস্তারিত উল্লেখ করতে হবে। চিকিৎসার জন্য কোন রূপ হয়রানি করা যাবে না বলে হুঁশিয়ারি করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আরো বলেন, খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডিজিটাল ডিসপ্লে বোর্ড সারাদেশের এই প্রথম স্থাপন করা হয়েছে। ডিসপ্লে বোর্ডের দিকে তাকালেই হাসপাতালের চিত্র সর্বসাধারণের দৃষ্টি গোচর হবে।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ আফম মুশিউর রহমান, খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আবুল বাশার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন’সহ অন্যান্যরা।