নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের বিজয় ছিনিয়ে নিতে একটি মহল এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন,কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের বিজয় ছিনিয়ে নিতে একটি মহল এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তিনি তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি সকল ষড়যন্ত্র রুখে দেশের কল্যাণে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “১৬ বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপি নেতা-কর্মীরা তারেক রহমানের নির্দেশে আন্দোলন করে গেছেন। অবশেষে ছাত্র-জনতার চূড়ান্ত আন্দোলনে হাসিনার পতনের পর আমরা বিজয় লাভ করি।
তবে এই অর্জিত বিজয়কে বানচাল করতে একটি স্বার্থবাদী মহল এখনো ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। গিয়াসউদ্দিনের মতে, “ষড়যন্ত্রকারীরা বিভিন্ন দাবীর নামে বারংবার যে সমস্ত আন্দোলন করে যাচ্ছে, তা দেশের উন্নয়নকে ব্যাহত করার জন্য করেছে।”
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “সকল ষড়যন্ত্র রুখে দেশের মানুষের কল্যাণে, দেশের মানুষের সেবায় ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।” তিনি আশা প্রকাশ করেন, বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের অধীনে জনগন এই ভোটাধিকার পাবে এবং বাংলাদেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপিকে বিপুল ভোটে জয়যুক্ত করবে।
সাবেক এই এমপি নেতাকর্মীদের হাসিনা সরকারের ‘ধ্বংস করে যাওয়া’ দেশের উন্নয়নে তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র মেরামত কর্মসূচি নিয়ে কাজ করার তাগিদ দেন। সবশেষে, জনগণের অবাধ ও সুষ্ঠু ভোটাধিকার সুনিশ্চিত করতে অন্তর্র্বতীকালীন সরকার ও প্রশাসনের সুনজর কামনা করেন তিনি।
৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ তৈয়ব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ মাসুদ করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই পথসভায় স্থানীয় ও জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, সোনারগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জি এম সাদরিল, সেলিম মাহমুদ, ডি এইচ বাবুল, রওশন আলী, এ্যাডঃ মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল। এছাড়াও ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া, সহ-সভাপতি কাজী শাকিল, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি একে হীরা, সাবেক সাধারন সম্পাদক শাহাদাত হোসেন রনি ও ফেরদৌস সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী পথসভায় যোগ দেন।