নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
সোনারাগাঁয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে।আটককৃতরা হলেন, কামাল (৪০), সবুজ (৩৫) ও কুদ্দুস (৩৪)।
রবিবার (২২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী। এর আগে শনিবার সন্ধায় উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আষাঢ়িয়ারচর মেঘনা টোল প্লাজার সামনে যাত্রীবাহী বাস থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে, এসময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় করছিলো। সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। আকটকৃতদেরকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।