নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
সোনারাগাঁয়ে পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ বারী। এর আগে বৃহস্পতিবার সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকার মৃতঃ দুলাল মিয়ার ছেলে মোঃ শাহাদাত ওরফে সাগর (১৮), মুন্সিগঞ্জের টুঙ্গীবাড়ি থানার হেযারপাড় এলাকার মোঃ শহীদ শেখের ছেলে মোঃ খোরশেদ আলম হিরু মিয়া (৩৯)।
পুলিশ জানায়, সোনারগাঁয়ে আষাঢ়িয়ারচর মেঘনা টোল প্লাজার সামনে পুলিশ চেকপোষ্ট ছিলো। সেখানে তল্লাশী কালে ২ জন লোক হাতে দুইটি ব্যাগ সহ বাস হইতে নামিয়া কৌশলে পালানোর চেষ্টা করে। তখন সংগীয় ফোর্সের সহায়তায় আমরা তাদের আটক করি। জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় করছিলো। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে।